Goa Polls 22: মনোনয়ন না পেয়ে বিজেপি এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা গোয়ার মন্ত্রীর

বিজেপির মনোনয়ন না পেয়ে বিধায়ক পদ এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন গোয়ার পি ডব্লু ডি মন্ত্রী দীপক প্রভু পৌসকার। শুক্রবার তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
দল এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন গোয়ার বিজেপি নেতা দীপক প্রভু পৌসকার
দল এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন গোয়ার বিজেপি নেতা দীপক প্রভু পৌসকারফাইল ছবি দীপক প্রভু পৌসকার-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বিজেপির মনোনয়ন না পেয়ে বিধায়ক পদ এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন গোয়ার পি ডব্লু ডি মন্ত্রী দীপক প্রভু পৌসকার। শুক্রবার তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে ইস্তফা দিয়েছেন বিজেপি থেকেও। গতকাল প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।

২০১৯ সালে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি থেকে বিজেপিতে যোগ দেন দীপক প্রভু। এরপরেই তাঁকে রাজ্যের মন্ত্রী করা হয়। নিজের ইস্তফার পর দীপক প্রভু জানিয়েছেন তিন নির্দল প্রার্থী হিসেবে তাঁর নিজের কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইস্তফা দেবার পর নিজের বিবৃতিতে প্রভু জানিয়েছেন, আমি আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি, মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছি এবং বিজেপি সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। আমার কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আমার নিজের কেন্দ্র সানভোরডেম থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

উল্লেখ্য, ৪০ সদস্য বিশিষ্ট গোয়া বিধানসভার জন্য বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে ৩৪ জনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। যে তালিকায় সানভোরডেম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক গণেশ গাওয়ানকরকে।

সাম্প্রতিক সময়ে গোয়ায় বিজেপি ছেড়েছেন একাধিক বিজেপি নেতা ও মন্ত্রী। যে তালিকায় আছেন মাইকেল লোবো, প্রবীণ জান্তে প্রমুখ নেতৃত্ব।

আগামী ১৪ ফেব্রুয়ারি ৪০ সদস্য বিশিষ্ট গোয়া বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে আগামী ১০ মার্চ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১ আসন।

দল এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন গোয়ার বিজেপি নেতা দীপক প্রভু পৌসকার
Goa Polls 22: বিজেপিকে সুবিধা করে দিতে গোয়ায় লড়ছে তৃণমূল ও আপ - পি চিদাম্বরম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in