

উইম্বলডন ২০২৫-এ সোমবার চতুর্থ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইনজুরির কারণে কোর্ট ছাড়তে বাধ্য হলেন বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জানিক সিনারের বিরুদ্ধে এগিয়ে থেকেও চোখের জলে উইম্বলডনকে বিদায় জানালেন তিনি।
ম্যাচের শুরু থেকেই অসাধারণ ছন্দে থাকা দিমিত্রভ সিনারকে বেশ চাপে রেখেছিলেন। ৬-৩, ৭-৫ ব্যবধানে প্রথম দুটি সেট জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে একটি টপ সার্ভ রিটার্ন করতে গিয়ে তিনি যন্ত্রণায় কোর্টে লুটিয়ে পড়েন। কিছু সময়ের জন্য লড়াই চালিয়ে গেলেও অবশেষে কাঁদতে কাঁদতে র্যাকেট নামিয়ে নেন ৩৩ বছর বয়সী এই তারকা। বুকে আঘাত পান তিনি। তৃতীয় সেট ২-২ ব্যবধানে থাকাকালীন তিনি ওয়াকওভার দেন। এই নিয়ে পঞ্চমবার গ্র্যান্ড স্ল্যাম থেকে চোটের কারণে পরপর অবসর নিলেন তিনি।
ম্যাচের পরে সিনার বলেন, “সে শুধু অসাধারণ খেলোয়াড়ই নয়, আমার ভালো বন্ধু। ওর ইনজুরি দেখা খুব কষ্টের। আমি এটাকে জয় হিসেবে নিই না, বরং আমাদের সবার জন্য এটি দুঃখজনক মুহূর্ত।”
২০২৩ সালে মেদভেদেভের বিপক্ষে হাঁটুর চোট থেকে শুরু করে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনেও ইনজুরিতে বিদায় নিতে হয় দিমিত্রভকে। এবার উইম্বলডনে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে সম্ভাব্য জয় হাতছাড়া হলো এই চোটের কারণে।
অন্যদিকে, টানা চতুর্থবার উইম্বলডন কোয়ার্টার ফাইনালে উঠলেন জানিক সিনার। তাঁর পরবর্তী প্রতিপক্ষ আমেরিকান বেন শেল্টন। যিনি প্রথমবার উইম্বলডনের কোয়ার্টারে উঠেছেন লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে চার সেটের জয়ে।
সিনার ইতিমধ্যেই হেড-টু-হেড রেকর্ডে শেল্টনের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে এগিয়ে আছেন। প্রথম উইম্বলডন শিরোপা এবং চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন ২২ বছর বয়সী এই ইতালীয় তারকা।
এছাড়া পুরুষদের সিঙ্গেলসে শেষ আটে উঠেছেন কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচ, টেলর ফ্রিৎজ, ক্যারেন খচনভ, ক্যামেরন নরি এবং হ্লাভিও কবোলি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন