
ইংল্যান্ডে প্রথম টেস্ট হারা নিয়ে গম্ভীরের সমালোচকদের কড়া জবাব দিলেন প্রাক্তন কেকেআর তারকা মনবিন্দর বিসলা। তাঁর মতে, দল জিতলে অন্য কারুর কৃতিত্ব আর হারলেই সব দোষ গম্ভীরের কেন? এই ধারণা সম্পূর্ণ ভুল।
শুবমন গিলের নেতৃত্বে হেডিংলিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় কোচ গম্ভীরকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বার্মিংহামে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে পরাস্ত করে। ৫৮ বছর পর এজবাস্টনে এটাই ভারতের প্রথম জয়। আর অধিনায়ক হিসেবে গিলের প্রথম সাফল্য। ম্যাচে ৪৩০ রানের দুরন্ত ইনিংস খেলে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন গিল। সকলে জয়ের জন্য গিলকে কৃতিত্ব দিতে থাকেন।
এই জয়ের পর এক্স (প্রাক্তন টুইটার)-এ বিসলা লেখেন, “টেস্টের আগে বলা হয়েছিল গৌতম গম্ভীর একাদশকে এলোমেলো করে দিয়েছেন। জয়ের পর শুবমন গিল যুগ শুরু হয়। স্কোরবোর্ডের চেয়ে দ্রুত গল্প বদলে যায়। পুনশ্চ: দুজনেই নেতা - এই বিখ্যাত জয়ের কৃতিত্ব পুরো দলের।”
দ্বিতীয় টেস্টে বুমরাহকে না খেলানো নিয়ে এবং কুলদীপ যাদবকে দলে অন্তর্ভুক্ত না করার জন্য বহু প্রাক্তন তারকাই টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছিলেন। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় ভারত।
উল্লেখ্য, বিসলা ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত কেকেআরের হয়ে খেলেছিলেন, যেখানে গম্ভীরের নেতৃত্বেই তাঁর সবচেয়ে স্মরণীয় ইনিংস আসে। ২০১২ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৮ বলে ৮৯ রান করে দলকে প্রথম শিরোপা এনে দেন তিনি।
ম্যাচ শেষে অধিনায়ক গিল বলেছিলেন, “প্রথম খেলার পর যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলো মাথায় রেখেই আমরা খেলি। আমাদের বোলিং ও ফিল্ডিং অসাধারণ ছিল। এই উইকেটে ৪০০-৫০০ রান করলে ম্যাচে থাকা যায় - সেটা আমরা জানতাম। হেডিংলিতে যে ক্যাচগুলি ফেলেছিলাম, সেই ভুল এ বার করিনি”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন