ENG vs IND Test: 'তিনি সত্যিই আতঙ্ক' - ভারতের এই পেসারকে নিয়ে সতর্ক ইংল্যান্ড তারকা!

People's Reporter: স্টুয়ার্ট ব্রড বলেন, আকাশ দীপের বল ছোড়ার অ্যাঙ্গেল এবং স্টাম্পে নিখুঁত লাইন তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। হ্যারি ব্রুকের বিরুদ্ধে দ্বিতীয় নতুন বলটি অফ স্টাম্পকে উপড়ে দেয়।
আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ
আকাশ দীপ এবং মহম্মদ সিরাজছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

দ্বিতীয় টেস্টে আকাশ দীপ প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে কার্যত ধ্বংস করে দেন। পঞ্চম দিনের শুরুতেই তিনি হ্যারি ব্রুক ও অলি পোপকে ফিরিয়ে ভারতকে জয়লাভের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যান। আর তরুণ পেসারের খেলায় মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রড।

স্টুয়ার্ট ব্রড স্কাই স্পোর্টসকে জানান, "আকাশ দীপের বল ছোড়ার অ্যাঙ্গেল এবং স্টাম্পে নিখুঁত লাইন তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। তিনি স্টাম্পগুলিকে লক্ষ্য করে বল করছিলেন। এমনকি হ্যারি ব্রুকের বিরুদ্ধে দ্বিতীয় নতুন বলটি (প্রথম ইনিংসে) অফ স্টাম্পকে উপড়ে দেয়। তিনি সত্যিই আতঙ্ক। অসাধারণ বল করছেন তিনি"।

এছাড়া, জো রুটের আউট নিয়েও মন্তব্য করেন ব্রড। তিনি ব্যাখ্যা করেন, “পিচ ব্যবহার করা একটি শিল্প। প্রতিটি বোলারেরই এই কৌশল রপ্ত করা উচিত। রিলিজ পজিশনে সামান্য পরিবর্তনই ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে এবং স্টাম্পে আঘাত করতে পারে”।

আকাশ দীপের প্রশংসা করছেন ভারতের প্রাক্তন তারকারাও। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, "আকাশ দীপ এবং সিরাজ অসাধারণ ছিলেন। ভারতীয় আক্রমণভাগ ইংরেজ আক্রমণভাগের চেয়ে অনেক উন্নত বলে মনে হচ্ছে। আকাশ দীপ এবং সিরাজ সত্যিকারের পরিশ্রমী। বুমরাহকে ছাড়াই ভারত জিতেছে। অসাধারণ"।

শচীন তেন্ডুলকর লেখেন, "বোলারদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল তাঁদের বল করার লেনথ। বলা বাহুল্য, আকাশ দীপ ছিলেন অসাধারণ বোলার এবং আমার মতে তিনি জো রুটকে সিরিজের সেরা বলটি করেছিলেন"।

আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ
ওর মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম - ২য় টেস্টের ১০ উইকেট ক্যান্সার আক্রান্ত দিদিকে উৎসর্গ আকাশ দীপের!
আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ
ENG vs IND Test: উপ-মহাদেশীয় পিচ! ম্যাচ হেরে 'অজুহাত' বেন স্টোকসের, পাল্টা কটাক্ষ নেটিজেনদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in