
রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইতিহাস লিখলেন ভারতীয় পেসার আকাশ দীপ। ৪৯ বছর পর টেস্ট ক্রিকেটে নজির গড়লেন তিনি। শেষবার এই কীর্তি দেখা গিয়েছিল ১৯৭৬ সালে। আর এই অনবদ্য স্পেল উৎসর্গ করলেন নিজের ক্যান্সার আক্রান্ত দিদিকে।
১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি মাইকেল হোল্ডিং ইংল্যান্ডের প্রথম ৫ জন ব্যাটারের মধ্যে ৪ জনকে আউট করেছিলেন এক ইনিংসে। সেই রেকর্ড করলেন আকাশ দীপও। তিনি হলেন দ্বিতীয় বোলার, যিনি এক ইনিংসে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকে আউট করেছেন।
ম্যাচের পঞ্চম দিনে হ্যারি ব্রুক ও অলি পোপকে ফেরানোর আগে আকাশ দীপ তুলে নিয়েছিলেন বেন ডাকেট ও জো রুটের উইকেট। এই চারটি গুরুত্বপূর্ণ উইকেট ভারতকে ম্যাচে প্রবলভাবে এগিয়ে দেয়। পরে স্মিথ ও ব্রাইডন কার্সকে আউট করে ম্যাচ শেষ করেন এই পেসার।
পুরো ম্যাচে আকাশ দীপ নিয়েছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি। টেস্ট কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই এই পারফরম্যান্স তাঁকে ভারতের ভবিষ্যৎ পেস আক্রমণের অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ম্যাচ শেষ আকাশ দীপ জানান, "আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু এখন বলছি আমার দিদি ক্যান্সারে আক্রান্ত। গত ২ মাস ধরে সে অনেক কষ্ট পেয়েছে। এখন একটু সুস্থ আছে। পুরো ম্যাচটাই আমার দিদিকে উৎসর্গ করে খেলেছি। আমার সাফল্য দেখে সে খুশি হবে। তার মুখে আমি হাসি ফোটাতে চেয়েছিলাম"।
ভারত এই ম্যাচ ৩৩৬ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই, লন্ডনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন