
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালো ভারত। টেস্ট ইতিহাসে এই প্রথম এজবাস্টনে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রথম এশিয়ান টিম হিসেবে এই ভেন্যুতে জয় পেয়েছে ভারত।
ইংল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করল ভারত। এতদিন পর্যন্ত এজবাস্টনে ভারত ৭টি টেস্ট ম্যাচ হেরেছে এবং ১টি ড্র করেছে। এই প্রথম এজবাস্টনে টেস্টে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে সিরিজে সমতা ফিরিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শুবমন গিলরা।
ভারতের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতেই এটাই সর্বাধিক রানে জেতা ম্যাচ। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে জিতেছিল ভারত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রান, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রান এবং ১৯৮৬ সালে লীডসে ২৭৯ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে।
অধিনায়ক হিসেবেও রেকর্ড গড়লেন শুবমন গিল। তিনিই প্রথম ভারত অধিনায়ক যিনি এজবাস্টনে টেস্ট জিতলেন। এছাড়া এক টেস্ট ম্যাচে ২০০ এবং ১৫০+ রান করা প্রথম ব্যাটার হলেন শুবমন গিল। সেনা দেশে ডবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হন। এক ম্যাচে গিলই প্রথম ভারতীয় ব্যাটার যিনি ৪০০-র বেশি রান করেছেন। পাশাপাশি এই প্রথম ভারত কোনো টেস্ট ম্যাচে ১০০০-র বেশি রান করেছে।
দ্বিতীয় ইনিংসে অসাধারণ বল করেন আকাশ দীপ। তিনি ২১.১ ওভার বল করে ৬ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ।
প্রথম ইনিংসে ৫৮৭ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪০৭ রানেই অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪২৭ রান করে ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডকে ৬০৮ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা দেন শুবমন গিলরা। সেই রান তুলতে গিয়ে ভারতীয় বোলারদের কাছে ২৭১ রানেই ধরাশায়ী হল ইংল্যান্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন