
বাতিল নয়, পিছিয়ে গেল আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ। ২০২৬ সালে হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। এমনটাই জানালো বিসিসিআই (BCCI)।
সম্প্রতি জানা গিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর। আগামী ১৭ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যে। কিন্তু তা এখনই হচ্ছে না। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে সিরিজটি।
শনিবার বিসিসিআই-র পক্ষ থেকে জানানো হয়, "বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সাদা বলের সিরিজ, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে"।
বিসিসিআই আরও জানায়, "আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং উভয় দলের সময়সূচীর সুবিধা বিবেচনা করে উভয় বোর্ডের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি ২০২৬ সালের সেপ্টেম্বরে এই প্রত্যাশিত সিরিজের জন্য ভারতকে স্বাগত জানাতে আগ্রহী। সফরের সংশোধিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে"।
তবে সিরিজ পিছিয়ে যাওয়ার জন্য অনেকেই ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা একটি বড় কারণ বলে মনে করছেন। বিশেষ করে, পহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব পরোক্ষভাবে বাংলাদেশ-ভারত সম্পর্কেও পড়েছে বলেও মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন