

যুবদের একদিনের ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন ভারতের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির মালিক হলেন তিনি। পাশাপাশি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর ঝুলিতে।
শনিবার ইংল্যান্ডের ওরচেস্টারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ভারতের যুব দল। ৫ রানে ফিরতে হয় অধিনায়ক আয়ুশ মাত্রেকে। তারপর থেকে ঝড় তোলেন সূর্যবংশী। মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরি করা পর্যন্ত তিনি ১০টি চার এবং ৭টি ছয় মেরেছিলেন।
১২ বছর আগে পাকিস্তানের কামরান গোলামের করা ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সূর্যবংশী। বৈভবের ইনিংস শেষ হয় ৭৮ বলে ১৪৩ রানে। মোট ১০টি ছয় এবং ১৩টি চার মারেন তিনি। তিনিই প্রথম ব্যাটার যিনি ১৪ বছর বয়সে সেঞ্চুরি করলেন।
যুব ওয়ানডে-তে দ্রুততম সেঞ্চুরি
৫২ বল - বৈভব সূর্যবংশী - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ (ওরচেস্টার, ২০২৫)
৫৩ বল - কামরান গোলাম - পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ - (লেস্টার, ২০১৩)
৬৮ বল - তামিম ইকবাল - বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ - (ফতুল্লা, ২০০৫/০৬)
৬৯ বল - রাজ অঙ্গদ বাওয়া - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম উগান্ডা অনূর্ধ্ব ১৯ - (তারুবা, ২০২১/২২)
৬৯ বল - শন মার্শ - অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বনাম কেনিয়া অনূর্ধ্ব ১৯ - (ডুনেডিন, ২০০১/০২)
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন