Vaibhav Suryavanshi: যুব ওয়ান ডে-তে সেঞ্চুরির বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর! ভাঙলেন ১২ বছর আগের রেকর্ড

People's Reporter: ১২ বছর আগে পাকিস্তানের কামরান গোলামের করা ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সূর্যবংশী। বৈভবের ইনিংস শেষ হয় ৭৮ বলে ১৪৩ রানে।
সেঞ্চুরির পর বৈভব সূর্যবংশী
সেঞ্চুরির পর বৈভব সূর্যবংশীছবি - সংগৃহীত
Published on

যুবদের একদিনের ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন ভারতের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির মালিক হলেন তিনি। পাশাপাশি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর ঝুলিতে।

শনিবার ইংল্যান্ডের ওরচেস্টারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ভারতের যুব দল। ৫ রানে ফিরতে হয় অধিনায়ক আয়ুশ মাত্রেকে। তারপর থেকে ঝড় তোলেন সূর্যবংশী। মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরি করা পর্যন্ত তিনি ১০টি চার এবং ৭টি ছয় মেরেছিলেন।

১২ বছর আগে পাকিস্তানের কামরান গোলামের করা ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সূর্যবংশী। বৈভবের ইনিংস শেষ হয় ৭৮ বলে ১৪৩ রানে। মোট ১০টি ছয় এবং ১৩টি চার মারেন তিনি। তিনিই প্রথম ব্যাটার যিনি ১৪ বছর বয়সে সেঞ্চুরি করলেন।

যুব ওয়ানডে-তে দ্রুততম সেঞ্চুরি

৫২ বল - বৈভব সূর্যবংশী - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ (ওরচেস্টার, ২০২৫)

৫৩ বল - কামরান গোলাম - পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ - (লেস্টার, ২০১৩)

৬৮ বল - তামিম ইকবাল - বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ - (ফতুল্লা, ২০০৫/০৬)

৬৯ বল - রাজ অঙ্গদ বাওয়া - ভারত অনূর্ধ্ব ১৯ বনাম উগান্ডা অনূর্ধ্ব ১৯ - (তারুবা, ২০২১/২২)

৬৯ বল - শন মার্শ - অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বনাম কেনিয়া অনূর্ধ্ব ১৯ - (ডুনেডিন, ২০০১/০২)

সেঞ্চুরির পর বৈভব সূর্যবংশী
Wimbledon 2025: নাটকীয় উইম্বলডন! একের পর এক শীর্ষ বাছাইয়ের বিদায়ের মাঝেও লড়াই আলকারাজ-সাবালেঙ্কার
সেঞ্চুরির পর বৈভব সূর্যবংশী
ENG vs IND Test: টেস্টে দ্রুততম ২০০০ রানের ক্লাবে যশস্বী! স্পর্শ করলেন ভারতের দুই কিংবদন্তিকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in