ENG vs IND Test: টেস্টে দ্রুততম ২০০০ রানের ক্লাবে যশস্বী! স্পর্শ করলেন ভারতের দুই কিংবদন্তিকে

People's Reporter: বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি মাত্র ৪০ ইনিংসে ২০০০ রানে পৌঁছে গেলেন। এর আগে রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহওয়াগ ৪০ ইনিংসে ২০০০ রান পূরণ করেছিলেন।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। স্পর্শ করলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহওয়াগকে। পাশাপাশি দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবেও নজির গড়লেন তিনি।

২৩ বছর বয়সী যশস্বী জয়সওয়াল তাঁর টেস্ট কেরিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি মাত্র ৪০ ইনিংসে ২০০০ রানে পৌঁছে গেলেন। এর আগে রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহওয়াগ ৪০ ইনিংসে ২০০০ রান পূরণ করেছিলেন।

দ্বিতীয় ইনিংসে ২৮ রান করার সময় এই কৃতিত্ব অর্জন করেন যশস্বী। প্রথম ইনিংসে ১০৭ বলে ৮৭ রান করেছিলেন। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ধারাবাহিক উন্নতির আরেকটি প্রমাণ। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধেই হোম সিরিজে তিনি ৮৯ গড়ে করেছিলেন ৭১২ রান।

বিশ্বব্যাপী টেস্টে দ্রুততম ২০০০ রানের মালিক এখনও ডন ব্র্যাডম্যান, যিনি মাত্র ২২ ইনিংসে এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছিলেন। যশস্বী সেই রেকর্ড ভাঙতে না পারলেও ভারতের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়ে চলেছেন।

অন্যদিকে, জয়সওয়াল এখন ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। তাঁর বয়স ২৩ বছর ১৮৮ দিন। এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর। তিনি মাত্র ২০ বছর ৩৩০ দিনে ২০০০ টেস্ট রানে পৌঁছেছিলেন।

ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। সেখান থেকে ৩০৩ রানের পার্টনারশিপ করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান হ্যারি ব্রুক (১৫৮) এবং উইকেটরক্ষক জেমি স্মিথ (১৮৪*)। এই পার্টনারশিপ ভাঙেন আকাশ দীপ। তিনি মোট ৪ উইকেট নেন। ৬টি উইকেট যায় সিরাজের ঝুলিতে। ইংল্যান্ডের ইনিংস থামে ৪০৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ‘বাজবলে’র পাল্টা জবাব দিতে থাকেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। যশস্বী ২২ বলে ২৮ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটের বিনিময়ে ৬৪। ২৪৪ রানের লিড রয়েছে শুবমন গিলদের। ২৮ রানে অপরাজিত আছেন কে এল রাহুল এবং ৭ রানে অপরাজিত রয়েছেন করুন নায়ার।

যশস্বী জয়সওয়াল
Mohun Bagan: 'ঘরের ছেলে ঘরে ফিরলো' - ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিয়ান নাসিরিকে!
যশস্বী জয়সওয়াল
IND vs BAN: রাজনৈতিক টানাপোড়েনের জের, বাতিলের পথে আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in