
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলকে কার্যত একাই ধ্বংস করে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৯.৩ ওভার বল করে ৭০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। আর সিরাজের খেলায় মুগ্ধ হয়েছেন ভারতের আরেক তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
শুক্রবার সিরাজ ৬ উইকেট শিকার করে জসপ্রীত বুমরাহ-র রেকর্ড স্পর্শ করলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বুমরাহর পর সিরাজ দ্বিতীয় ভারতীয় যিনি ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন।
সিরাজের খেলার মুগ্ধ হয়ে সমাজমাধ্যমে মহম্মদ শামি লেখেন, “ফাস্ট বোলার হিসেবে মহম্মদ সিরাজ অসাধারণ স্পেল করলেন। ৬ উইকেট নিলেন। ইতিহাসে লিখে রাখার মতো একটি পারফরম্যান্স। গতি, নির্ভুল এবং পুরো আধিপত্য বজায় রেখে খেলেছেন”।
ম্যাচের পর সিরাজ তাঁর দুরন্ত বোলিং নিজেই বিশ্বাস করতে পারছেন না। তিনি জানান, “এটা অবিশ্বাস্য কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমি ভালো বোলিং করছিলাম কিন্তু উইকেট পাচ্ছিলাম না। এখানে আমি মাত্র চার উইকেট পেয়েছি আগে, তাই ৬ উইকেট পাওয়া আমার কাছে বিশাল ব্যাপার”।
তিনি আরও বলেন, “উইকেট খুব বেশি গতি ছিল না। কিন্তু যখন আপনাকে আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তখন আমার লক্ষ্য ছিল খুব বেশি চেষ্টা না করে সঠিক জায়গায় বল করা এবং শৃঙ্খলা মেনে বল করা। আমার মানসিকতা ছিল রান না দেওয়া। আমি দায়িত্ব ভালোবাসি, আমি চ্যালেঞ্জ ভালোবাসি”।
ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। সেখান থেকে ৩০৩ রানের পার্টনারশিপ করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান হ্যারি ব্রুক (১৫৮) এবং উইকেটরক্ষক জেমি স্মিথ (১৮৪*)। এই পার্টনারশিপ ভাঙেন আকাশ দীপ। তিনি মোট ৪ উইকেট নেন। ৬টি উইকেট যায় সিরাজের ঝুলিতে। ইংল্যান্ডের ইনিংস থামে ৪০৭ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ‘বাজবলে’র পাল্টা জবাব দিতে থাকেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। যশস্বী ২২ বলে ২৮ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটের বিনিময়ে ৬৪। ২৪৪ রানের লিড রয়েছে শুবমন গিলদের। ২৮ রানে অপরাজিত আছেন কে এল রাহুল এবং ৭ রানে অপরাজিত রয়েছেন করুন নায়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন