Nico Williams: 'এটা আমার বাড়ি' - বার্সা নয়, অ্যাথলেটিক ক্লাবেই আরও ১০ বছর থাকবেন নিকো উইলিয়ামস!

People's Reporter: অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নিকো উইলিয়ামস ২০৩৫ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
নিকো উইলিয়ামস
নিকো উইলিয়ামসছবি - সংগৃহীত
Published on

সমস্ত জল্পনার অবসান। বার্সেলোনায় যোগ দিচ্ছেন না স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস (Nico Williams)। ১০ বছরের জন্য অ্যাথলেটিক ক্লাবের সাথেই চুক্তিবদ্ধ হলেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

জল্পনা চলছিল বার্সেলোনাতে যোগ দিতে পারেন নিকো উইলিয়ামস। এমনকি বার্সার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের সোশ্যাল মিডিয়া পোস্টেও তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু বাস্তবে চিত্রটা বদলে গেল। ২০৩৫ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবে থাকারই সিদ্ধান্ত নিলেন নিকো।

শুক্রবার অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “নিকো উইলিয়ামস ২০৩৫ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আগামী ১০ বছর নিজের প্রিয় ক্লাবের হয়েই খেলবেন”।

একটি ভিডিও বার্তায় নিকো উইলিয়ামস জানান, "যখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমি আমার হৃদয়ের কথা শুনেছি। আমি আমার পরিজনদের সাথে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। এটা আমার বাড়ি"।

অ্যাথলেটিক বিলবাওয়ের (অ্যাথলেটিক ক্লাব নামেও পরিচিত) সাথে বহু বছরের সম্পর্ক নিকো উইলিয়ামসের। তিনি অ্যাথলেটিক ক্লাবের যুব বিভাগেও ছিলেন। ২০২০-২০২১ পর্যন্ত বিলবাও অ্যাথলেটিকে (অ্যাথলেটিক বিলবাও-র রিজার্ভ দল) খেলেছেন। ২০২১ থেকে অ্যাথলেটিক বিলবাও-র প্রথম সারির দলের যাথে যুক্ত নিকো। এখনও পর্যন্ত ১৬৭টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। ৩১টি গোল রয়েছে তাঁর। ২০২৩-২৪ মরসুমে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় অ্যাথলেটিক ক্লাব। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন নিকো। ৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক ক্লাব।

নিকো উইলিয়ামস
Diogo Jota: 'স্মরণে দিয়োগো জোটা' - ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত লিভারপুলের
নিকো উইলিয়ামস
IND vs BAN: রাজনৈতিক টানাপোড়েনের জের, বাতিলের পথে আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in