

সমস্ত জল্পনার অবসান। বার্সেলোনায় যোগ দিচ্ছেন না স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস (Nico Williams)। ১০ বছরের জন্য অ্যাথলেটিক ক্লাবের সাথেই চুক্তিবদ্ধ হলেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
জল্পনা চলছিল বার্সেলোনাতে যোগ দিতে পারেন নিকো উইলিয়ামস। এমনকি বার্সার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের সোশ্যাল মিডিয়া পোস্টেও তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু বাস্তবে চিত্রটা বদলে গেল। ২০৩৫ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবে থাকারই সিদ্ধান্ত নিলেন নিকো।
শুক্রবার অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “নিকো উইলিয়ামস ২০৩৫ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আগামী ১০ বছর নিজের প্রিয় ক্লাবের হয়েই খেলবেন”।
একটি ভিডিও বার্তায় নিকো উইলিয়ামস জানান, "যখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমি আমার হৃদয়ের কথা শুনেছি। আমি আমার পরিজনদের সাথে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। এটা আমার বাড়ি"।
অ্যাথলেটিক বিলবাওয়ের (অ্যাথলেটিক ক্লাব নামেও পরিচিত) সাথে বহু বছরের সম্পর্ক নিকো উইলিয়ামসের। তিনি অ্যাথলেটিক ক্লাবের যুব বিভাগেও ছিলেন। ২০২০-২০২১ পর্যন্ত বিলবাও অ্যাথলেটিকে (অ্যাথলেটিক বিলবাও-র রিজার্ভ দল) খেলেছেন। ২০২১ থেকে অ্যাথলেটিক বিলবাও-র প্রথম সারির দলের যাথে যুক্ত নিকো। এখনও পর্যন্ত ১৬৭টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। ৩১টি গোল রয়েছে তাঁর। ২০২৩-২৪ মরসুমে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় অ্যাথলেটিক ক্লাব। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন নিকো। ৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক ক্লাব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন