
এজবাস্টনে ভারতের কাছে টেস্ট হেরে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে পিচ উপ-মহাদেশীয় পরিস্থিতির মতো ছিল। যা নিয়ে স্টোকসকে কটাক্ষ করছেন নেটিজেনরা।
ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। প্রথম এশিয়ান কোনো দেশ হিসেবে এই ভেন্যুতে ইংল্যান্ডকে টেস্টে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না বেন স্টোকস।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস জানান, এই পিচ ধীরে ধীরে উপমহাদেশের উইকেটের মতো আচরণ করেছে। ভারতীয় দলের জন্য এই কন্ডিশন অনেক বেশি সহায়ক হয়ে দাঁড়ায়। প্রথম দিকে কিছুটা সহায়তা থাকলেও ম্যাচ যত এগিয়েছে, তাদের (ইংল্যান্ড) ব্যাটিং করা ততটাই কঠিন হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, “ভারতীয় আক্রমণ দারুণভাবে কন্ডিশনের সদ্ব্যবহার করেছে। তারা জানে কিভাবে এই ধরনের উইকেটে খেলতে হয়। এটা তাদের জন্য ছিল অনেকটা ঘরের মাঠের মতো।"
তবে স্টোকসের এই মন্তব্য অনেকেরই পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় একাংশ তাঁকে “ক্রাইবেবি” বলেও কটাক্ষ করেছে। তাদের মতে, হারের দায় এড়াতে স্টোকস 'উপমহাদেশীয় পিচ' বলে অজুহাত দিচ্ছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “যেখানে উপমহাদেশের উইকেটে স্পিনাররা আধিপত্য দেখায়, সেখানে এজবাস্টনের ম্যাচে ভারতীয় পেসাররাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। সেই হিসেবে এই পিচকে উপমহাদেশীয় বলা বাড়াবাড়ি।”
স্টোকসের মন্তব্যে বিতর্ক থাকলেও এটুকু স্পষ্ট, এই ম্যাচে ভারত তার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ইংল্যান্ডকে ছাপিয়ে গেছে। ভারতের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে এটাই সর্বাধিক রানে জেতা ম্যাচ। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে জিতেছিল ভারত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রান, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রান এবং ১৯৮৬ সালে লীডসে ২৭৯ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে।
প্রথম ইনিংসে ৫৮৭ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪০৭ রানেই অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪২৭ রান করে ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডকে ৬০৮ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা দেন শুবমন গিলরা। সেই রান তুলতে গিয়ে ভারতীয় বোলারদের কাছে ২৭১ রানেই ধরাশায়ী হল ইংল্যান্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন