
অক্ষত থাকল ২১ বছর আগে করা ব্রায়ান লারার অপরাজিত (Brian Lara) ৪০০ রানের রেকর্ড। ৩৬৭ রানেই অপরাজিত থাকলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। কিন্তু কেন তিনি এই ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতেই ক্রিকেট বিশ্বকে অবাক করেন উইয়ান মুল্ডার। ইনিংসের শুরু থেকেই প্রাক্তন তারকাদের রেকর্ড ভাঙছিলেন। লাঞ্চের আগে পর্যন্ত ৩৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ভেঙে নয়া নজির গড়বেন মুল্ডার। কিন্তু লাঞ্চের পরই জিম্বাবোয়ের বিরুদ্ধে ইনিংস ডিক্লেয়ার করেন তিনি।
৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত থাকলেন মুল্ডার। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা নিয়ে জল্পনা চলছে। কিংবদন্তি লারাকে সম্মান জানাতেই কি তিনি আর ব্যাট করতে চাইলেন না? নাকি লাঞ্চের সময় টিম ম্যানেজমেন্টের সাথে কোনো বিশেষ আলোচনা হয়েছে? সবটাই জল্পনার মধ্যে। ৫ উইকেটের বিনিময়ে ৬২৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ৫৮২ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। সেটাই টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। লারার ইনিংসে ছিল ৪৩ টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি।
উল্লেখ্য, মুল্ডারের এই ট্রিপল সেঞ্চুরি টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে শুধুমাত্র ভারতের বীরেন্দ্র শেহওয়াগ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। মুল্ডার তাঁর পিছনে ঠিক পরেই জায়গা করে নিলেন।
এছাড়া তিনিই প্রথম টেস্ট অধিনায়ক যিনি অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করলেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে তিনিই এখন এক ইনিংসে সর্বাধিক রানের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছে হাশিম আমলা। তিনি ২০১২ সালে ইংল্যান্ডের ওভালে ৩১১ রান করেছিলেন। পাশাপাশি সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে (২৭ বছর ১৩৮ দিন) টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুল্ডার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন