Durand Cup: প্রকাশিত ১৩৪তম ডুরান্ড কাপের সূচি, কবে থেকে শুরু? দেখুন একনজরে

People's Reporter: ২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
আগামী ২৩ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ
আগামী ২৩ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপছবি - ডুরান্ড কাপের ফেসবুক পেজ
Published on

প্রকাশিত হল ১৩৪তম ডুরান্ড কাপের সূচি (Durand Cup)। তবে এবার টুর্নামেন্টের শুরুতেই ফুটবলপ্রেমীদের একটু হতাশ হতে হবে। কারণ গ্রুপ পর্বে আর দেখা যাবে না সেই চেনা ডার্বির উত্তেজনা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান - দুই প্রধানকে রাখা হয়েছে আলাদা গ্রুপে। কেবলমাত্র নকআউট পর্বে পৌঁছালে সম্ভব হতে পারে এই মহারণ।

২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসির। ম্যাচ শুরু হবে বিকেল ৫.৩০টায়। এরপর ৬ আগস্ট কিশোর ভারতী স্টেডিয়ামে নামধারি এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড (সন্ধ্যা ৭টা)। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ১০ আগস্ট যুবভারতীতে, ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। ৩১ জুলাই টুর্নামেন্টে আত্মপ্রকাশ ঘটবে সবুজ-মেরুন বাহিনীর, প্রথম ম্যাচেই মহামেডানের বিরুদ্ধে একটি ‘মিনি ডার্বি’। বিকেল ৪টেয় কিশোর ভারতী স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ৪ আগস্ট বিএসএফ এবং ৯ আগস্ট ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান, দুটি ম্যাচই সন্ধ্যা ৭টায়।

মহামেডান স্পোর্টিং ২৮ জুলাই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে টুর্নামেন্ট অভিযান শুরু করবে, কিশোর ভারতীতে সন্ধ্যা ৭টায় হবে ম্যাচটি। ৩১ জুলাই মোহনবাগান এবং ৭ আগস্ট বিএসএফ-র বিরুদ্ধে খেলবে মহামেডান।

ডুরান্ড কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ আগস্ট। তবে ভেন্যু এখনও ঘোষণা হয়নি। জানা যাচ্ছে একটি হবে শিলং এবং অন্যটি কলকাতায়। গ্র্যান্ড ফাইনাল ২৩ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে এবার ডুরান্ডে কিছুটা হতাশাজনক দিকও রয়েছে। আইএসএল-এর ছয়টি দল অংশ না নেওয়ায় প্রতিযোগিতার মান কিছুটা প্রভাবিত হতে পারে। ভারতীয় ফুটবলের পরবর্তী মরসুম নিয়ে স্পষ্ট রোডম্যাপ না থাকায় এই দলগুলো নাম তুলে নিয়েছে। অন্যদিকে, দুইটি বিদেশি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা আন্তর্জাতিক স্বাদ কিছুটা হলেও ফিরিয়ে আনবে বলে আশাবাদী আয়োজকরা।

আগামী ২৩ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ
East Bengal: খেলার পাশাপাশি সামাজিক কাজ, ফের একবার নজির ইস্টবেঙ্গলের!
আগামী ২৩ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ
Nico Williams: 'এটা আমার বাড়ি' - বার্সা নয়, অ্যাথলেটিক ক্লাবেই আরও ১০ বছর থাকবেন নিকো উইলিয়ামস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in