East Bengal: খেলার পাশাপাশি সামাজিক কাজ, ফের একবার নজির ইস্টবেঙ্গলের!

People's Reporter: ইস্টবেঙ্গল জানিয়েছে, 'President’s Benevolent Fund' নামে একটি তহবিল গঠন করা হয়েছে। দ্দেশ্য হল খেলাধূলার সঙ্গে যুক্ত আর্থিক বা শারীরিক সমস্যায় থাকা মানুষদের পাশে দাঁড়ানো।
ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি - ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে
Published on

অতীতে বহুবার সামাজিক কাজে অংশ নিয়ে নজির রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবারেও তাই করতে চলেছে তারা। ক্রীড়াসাংবাদিক দিবসে ইস্টবেঙ্গল ক্রীড়া সাংবাদিক আর খেলোয়াড়দের পাশে থাকার শপথ নিল।

ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়, 'President’s Benevolent Fund' নামে একটি তহবিল গঠন করা হয়েছে। উদ্দেশ্য হল খেলাধূলার সঙ্গে যুক্ত আর্থিক বা শারীরিক সমস্যায় থাকা মানুষদের পাশে দাঁড়ানো। ক্রীড়া সাংবাদিক যাঁরা অসুস্থতা বা দুর্দশার মধ্যে রয়েছেন, প্রাক্তন খেলোয়াড় যাঁরা ক্লাবের হয়ে খেলেছেন, মাঠ কর্মী ও অন্যান্য সহায়ক কর্মীদের সমস্যায় ব্যবহৃত হবে তহবিলের টাকা।

এই তহবিলের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। অনুমোদনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যাতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিনিধিরা।

ইস্টবেঙ্গল আর অন্যান্য ক্লাবের সঙ্গে যুক্ত প্রাক্তন ও খেলোয়াড়দের সহায়তার জন্য আরও একটি আলাদা ১০ লক্ষ টাকার তহবিল তৈরি করা হয়েছে। এখানেও একইভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

ইষ্টবেঙ্গল ক্লাব
Diogo Jota: মর্মান্তিক! গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোটার, শোকের ছায়া ফুটবল জগতে
ইষ্টবেঙ্গল ক্লাব
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে জয়ের হ্যাটট্রিক! ভারতের মহিলা ব্রিগেডের কাছে ৫-০ গোলে ধরাশায়ী ইরাক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in