

অতীতে বহুবার সামাজিক কাজে অংশ নিয়ে নজির রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবারেও তাই করতে চলেছে তারা। ক্রীড়াসাংবাদিক দিবসে ইস্টবেঙ্গল ক্রীড়া সাংবাদিক আর খেলোয়াড়দের পাশে থাকার শপথ নিল।
ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়, 'President’s Benevolent Fund' নামে একটি তহবিল গঠন করা হয়েছে। উদ্দেশ্য হল খেলাধূলার সঙ্গে যুক্ত আর্থিক বা শারীরিক সমস্যায় থাকা মানুষদের পাশে দাঁড়ানো। ক্রীড়া সাংবাদিক যাঁরা অসুস্থতা বা দুর্দশার মধ্যে রয়েছেন, প্রাক্তন খেলোয়াড় যাঁরা ক্লাবের হয়ে খেলেছেন, মাঠ কর্মী ও অন্যান্য সহায়ক কর্মীদের সমস্যায় ব্যবহৃত হবে তহবিলের টাকা।
এই তহবিলের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। অনুমোদনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যাতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিনিধিরা।
ইস্টবেঙ্গল আর অন্যান্য ক্লাবের সঙ্গে যুক্ত প্রাক্তন ও খেলোয়াড়দের সহায়তার জন্য আরও একটি আলাদা ১০ লক্ষ টাকার তহবিল তৈরি করা হয়েছে। এখানেও একইভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন