জয়ের হ্যাটট্রিক ভারতীয় মহিলা ফুটবল দলের
জয়ের হ্যাটট্রিক ভারতীয় মহিলা ফুটবল দলেরছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে জয়ের হ্যাটট্রিক! ভারতের মহিলা ব্রিগেডের কাছে ৫-০ গোলে ধরাশায়ী ইরাক

People's Reporter: এই নিয়ে তিন ম্যাচে ভারতের গোল সংখ্যা দাঁড়াল ২২। পাশাপাশি ৩ ম্যাচে একটিও গোল হজম করেনি ভারতের মহিলা ফুটবল দল।
Published on

এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় মহিলা ফুটবল। বুধবার, ২ জুলাই, থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে ভারত ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিল ইরাককে।

প্রথমার্ধে সঙ্গীতা বাসফোর ও মনীষা গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কার্তিকা আঙ্গামুথু, ফানজোবাম নির্মলা দেবী এবং বদলি হিসেবে নামা নংমাইথেম রতনবালা দেবীর গোলে স্কোরলাইন ৫-০ করে দেন তাঁরা। এই নিয়ে তিন ম্যাচে ভারতের গোল সংখ্যা দাঁড়াল ২২। পাশাপাশি ৩ ম্যাচে একটিও গোল হজম করেনি ভারতের মহিলা ফুটবল দল।

ম্যাচ শেষে ফানজোবাম নির্মলা বলেন, “দেশের হয়ে আমার প্রথম গোল করতে পেরে আমি আনন্দিত। আমরা থাইল্যান্ডের বিপক্ষে পরবর্তী খেলায় আরও ভালো করার জন্য প্রস্তুতি নেব এবং এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করব”।

এই জয়ের ফলে ব্লু টাইগ্রেস তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্টে গ্রুপ বি-তে শীর্ষে রয়েছে, গোল পার্থক্যে +২২। ৫ জুলাই ভারত ও থাইল্যান্ডের লড়াই গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে।

মঙ্গোলিয়াকে ১৩-০ ও তিমোর-লেস্টেকে ৪-০ গোলে হারানোর পর যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ভারত। কোচ ক্রিসপিন ছেত্রীর ছাত্রীদের দাপট শুরু থেকেই দেখা যায়। প্রথম থেকেই বলের দখল ধরে রেখে গোটা মাঠ জুড়ে আধিপত্য দেখাতে থাকে ভারতীয় দল।

রক্ষণ, মিডফিল্ড থেকে আক্রমণ-সব বিভাগেই দুরন্ত ভারসাম্য ও নিয়ন্ত্রণ দেখিয়েছে ভারত। এই মুহূর্তে ব্লু টাইগ্রেসদের আত্মবিশ্বাস ও ফর্ম দেখে বিশেষজ্ঞরা বলছেন, থাইল্যান্ড ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে এএফসি মূলপর্বে ভারতের প্রবেশ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

জয়ের হ্যাটট্রিক ভারতীয় মহিলা ফুটবল দলের
দ্বিতীয় টেস্টে ভারতের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট গাভাসকর, বুমরাহ-র না থাকায় প্রশ্ন শাস্ত্রীর
জয়ের হ্যাটট্রিক ভারতীয় মহিলা ফুটবল দলের
Azhar Mahmood: লক্ষ্য লাল বলের ক্রিকেটে ঐতিহ্য ফেরানো! পাকিস্তান টেস্ট দলের নয়া কোচ আজহার মাহমুদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in