
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চ্যাম্পিয়ন ভারত অধিনায়কের হাতে ট্রফি তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। পাশে দাঁড়িয়েছিলেন ভারত ক্রিকেট বোর্ডের বিসিসিআই-এর সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) ডিরেক্টর রজার টোয়েসও। কিন্তু আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকেই দেখতে পাওয়া যায়নি সেখানে। যা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার।
২৯ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। তবে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। এবার পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা গেল না পাক বোর্ডের কাউকে। এমনকি পিসিবি চিফ অপরারেটিং অফিসার সুমের আহমেদ দুবাইতে উপস্থিত থাকলেও তাঁকেও দেখা যায়নি ওই মঞ্চে। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সরকারি কিছু কাজের জন্য দুবাইতে যেতে পারেননি বলে সূত্রের খবর।
পাক বোর্ডের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক ছিল কিন্তু এখানে (ট্রফি উপস্থাপনার সময়) পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি ছিলেন না। এর কারণ আমি বুঝতে পারছি না। কেন আমাদের প্রতিনিধিত্ব করার এবং ট্রফি দেওয়ার জন্য কেউ ছিল না? দয়া করে ভেবে দেখুন, এটি একটি বিশ্ব মঞ্চ কিন্তু দুঃখের বিষয় যে আমি কোনও পিসিবি সদস্যকে দেখতে পাইনি। এটা দেখে খুব খারাপ লাগছে"।
উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রান করে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ম্যাচের সেরা হন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন