
দুবাইয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। আর ১২ বছর পর কোনও টুর্নামেন্ট অপরাজিত থেকে খেতাব জয়ের আসল রহস্য ফাঁস করলেন বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থেকে সেঞ্চুরি, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান - দলের গুরুত্বপূর্ণ সময় যখন অন্যরা ব্যর্থ হয়েছেন তখনই বিরাট কোহলি ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে গেছেন। যদিও ফাইনালে মাত্র ১ রান করেই ফিরতে হয় তাঁকে। দলের ট্রফি জয়ের জন্য সকলকেই কৃতিত্ব দিচ্ছেন কিং-কোহলি।
ম্যাচ শেষে তিনি বলেন, "শিরোপা জিততে হলে পুরো দলকে এগিয়ে আসতে হয়। আপনি যদি এই টুর্নামেন্ট দেখেন, পাঁচটি ম্যাচ জুড়ে প্রত্যেকে কোথাও না কোথাও অবদান রেখেছে। শামি, শ্রেয়াস, হার্দিক, রোহিত, বরুণ, কুলদীপ প্রত্যেকেই দলকে জেতানোর জন্য সাহায্য করেছে।"
তিনি আরও বলেন, "এতদিন ধরে খেলার পর এমন মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। চাপের মুখে পারফর্ম করা এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা, সেটাই একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে আনন্দের বিষয়।"
ভারতের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বিরাট কোহলি। তিনি বলেন, "আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা আগামী আট থেকে দশ বছর বিশ্ব ক্রিকেটে আধিপত্য বজায় রাখবে। গিল, শ্রেয়স, কেএল, হার্দিক—সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ভারত ভালো হাতেই রয়েছে।"
অন্যদিকে, ভারতের হেড কোচ গম্ভীর ব্যাটারদের থেকে বোলারদের প্রশংসা বেশি করেছেন। তিনি বলেন, "একজন ভালো ব্যাটার একটা ম্যাচ জেতাতে পারেন। আর একজন ভালো বোলার গোটা টুর্নামেন্ট জেতানোর ক্ষমতা রাখেন। আমাদের বোলাররা অসাধারণ পারফর্ম করেছেন। সকলেই জানতেন জেতা ছাড়া কোনও রাস্তা নেই। আগে আমাদের কাছে বিকল্প কম ছিল। ৫টা বোলার নিয়ে খেলতে নামতাম। এখন ৬টা বোলার রয়েছেন। সকলেই বিশ্বমানের। তাঁরা জানেন কখন কী করতে হয়।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন