
ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন করতে বিশেষ পরিকল্পনা করছে ফিফা। ১৯৩০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২০৩০ সালে ১০০ বছরে পদার্পণ করবে। সেই উপলক্ষ্যে বিশ্বকাপের দলসংখ্যা ৬৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যা আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। কিন্তু ২০৩০ সালে এটি আরও বড় হতে পারে। মরক্কো, স্পেন ও পর্তুগাল মূল আয়োজক হলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে কিছু ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে এই তিন দেশ অংশ নিয়েছিল এবং উরুগুয়ে ছিল আয়োজক।
ফিফার ৫ মার্চের বৈঠকে ৬৪ দলের প্রস্তাব দেওয়া হয়। আগ্রহ দেখান ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। তবে এখনো আনুষ্ঠানিক অনুমোদন বাকি।
এদিকে, ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করতে পারে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। ফিফা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ফাইনাল ম্যাচের বিরতিতে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিছুদিন আগেই ভারত সফর করা কোল্ডপ্লের পারফরম্যান্স বিশ্বকাপকে আরও জমকালো করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্ব ফুটবলের এই মহোৎসব নতুন মাত্রা পেতে চলেছে ২০৩০ সালে। এখন দেখার বিষয়, ফিফা শেষ পর্যন্ত ৬৪ দলের সিদ্ধান্ত অনুমোদন করে কি না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন