
ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৬ এপ্রিল দুপুর ৩.৩০ মিনিটে ইডেন গার্ডেন্সে ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআর-এর। কিন্তু সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ ওইদিন রামনবমী। যে কারণে পিছিয়ে যেতে পারে ম্যাচটি।
রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। সিএবি-কে চিঠি দিয়ে একথা জানিয়েছে কলকাতা পুলিশ। ফলে সমস্যায় সিএবি। ম্যাচের দিন পরিবর্তন না হলে ভেন্যু পরিবর্তন হতে পারে।
প্রসঙ্গত, গতবারেও রামনবমীর কারণে কলকাতার ম্যাচ পরিবর্তন হয়েছিল। গত আইপিএল-এ ১৭ এপ্রিল ছিল কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার অভাবে ১৬ এপ্রিল তা অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নাম ঘোষণা করেছে কেকেআর। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুও তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে রজত পাতিদারের নাম ঘোষণা করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন