Champions Trophy 25: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস! সেঞ্চুরি হাতছাড়া করেও খুশি 'কিং' কোহলি

People's Reporter: কোহলি বলেন, "আমি হতাশ নই, বরং খুশি। যখন আপনি ফাঁকায় সিঙ্গেল নিতে শুরু করেন, তখন বুঝতে পারবেন আপনি ভালো ক্রিকেট খেলছেন এবং বড় পার্টনারশিপ করার জন্য প্রস্তুত।"
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

দুবাইয়ের চ্যালেঞ্জিং পিচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এই নিয়ে টানা তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো টিম ইন্ডিয়া। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এটি পঞ্চম ফাইনাল। আর ভারতকে ফাইনালে তুলতে ফের একবার দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট কোহলি

রোহিত শর্মা এবং শুবমন গিল আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের সাথে দুরন্ত পার্টনারশিপ করেন কোহলি। ৯৮ বলে ৮৪ রান করেন তিনি। যে ইনিংসে মাত্র ৫টি বাউন্ডারি মেরেছেন। বাকি রান সিঙ্গেল ও ডবলসে নিয়েছেন। একটা ভুল শটের জন্য একদিনের ক্রিকেটে ৫২তম সেঞ্চুরি করতে পারলেন না তিনি। তবে নিজের ইনিংস নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী 'কিং-কোহলি'।

জয়ের পর কোহলি বলেন, "আমি হতাশ নই, বরং খুশি। যখন আপনি ফাঁকায় সিঙ্গেল নিতে শুরু করেন, তখন বুঝতে পারবেন আপনি ভালো ক্রিকেট খেলছেন এবং বড় পার্টনারশিপ করার জন্য প্রস্তুত।"

পরিস্থিতি অনুযায়ী খেলা এবং ইনিংস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে কোহলি বলেন, "এই ধরনের ম্যাচে বড় পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। পিচ কী চাইছে সেটা বুঝে আমি সেই অনুযায়ী খেলেছি। বেশ চাপের ছিল খেলাটি। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে আরও চাপ বেড়ে যায়। যদি ইনিংস বেশি লম্বা হয় এবং উইকেট হাতে থাকে তাহলে প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই চাপে পড়ে। আমরা সেটাই করেছি।"

কোহলি তাঁর ৫২তম ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারেননি। এবিষয়ে তিনি জানান, "আমি এসব মাইলফলক নিয়ে ভাবি না। দলের জন্য অবদান রাখাটাই আমার কাছে আসল বিষয়।"

বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। যে দলই জিতবে তাদের ভারতের সাথে ফাইনাল খেলতে হবে। আগামী ৯ মার্চ দুবাইতে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

বিরাট কোহলি
Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী
বিরাট কোহলি
Laureus World Sports Award 25: লরিয়াস কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কারে মনোনীত ঋষভ পন্থ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in