Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী

People's Reporter: সর্বভারতীয় সংবাদমাধ্যমে শামা বলেন, রোহিত শর্মার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করায় আমি খুবই খুশি।
Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত উঠতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রোহিত শর্মাকে 'মোটা' কটাক্ষ করা কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। সোশ্যাল মিডিয়ায় তিনি রোহিতের নেতৃত্বে খেলা দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

ভারত অধিনায়কের বিরুদ্ধে মন্তব্য করে ব্যাপক সমালোচিত হন শামা মহম্মদ। আর সেই 'মোটা' রোহিতের নেতৃত্বেই ফের একবার আইসিসির টুর্নামেন্টে ফাইনালে উঠলো ভারত। এছাড়া প্রথম দেশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চমবার ফাইনাল খেলবে ভারত। অজিরা হারতেই নিজের এক্স মাধ্যমে শামা মহম্মদ লেখেন, "২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এই ম্যাচে ৮৪ রান করা এবং আইসিসি নকআউট টুর্নামেন্টে ১,০০০ রান করা প্রথম খেলোয়াড় হিসেবে বিরাট কোহলিকেও অনেক অনেক শুভেচ্ছা"।

এছাড়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শামা বলেন, 'রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করেছে। আমি খুবই খুশি। ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি'।

প্রসঙ্গত, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ১৭ বল খেলে ১৫ রানে আউট হন রোহিত শর্মা। এরপর কংগ্রেস নেত্রী শামা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।" তীব্র সমালোচনার মুখে নিজের ট্যুইটটি অবশ্য মুছে ফেলতে বাধ্য হন শামা। কংগ্রেস নেত্রীর মন্তব্যকে 'খুবই লজ্জাজনক' বলেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী
রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা! পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে পাল্টা আক্রমণ 'বিতর্কিত' শামার
Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী
Laureus World Sports Award 25: লরিয়াস কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কারে মনোনীত ঋষভ পন্থ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in