রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা! পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে পাল্টা আক্রমণ 'বিতর্কিত' শামার

People's Reporter: কংগ্রেস নেত্রী শামার প্রশ্ন, কঙ্গনার এই ট্যুইট নিয়ে কী বলবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য? সেই সময় কেন চুপ ছিলেন?
কঙ্গনার পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে আক্রমণ শামা মহম্মদের
কঙ্গনার পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে আক্রমণ শামা মহম্মদেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রোহিত শর্মার উদ্দেশ্যে কঙ্গনা রানাউতের করা পুরনো পোস্ট নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন বিতর্কিত কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। ভারত অধিনায়ককে 'মোটা' বলায় বিজেপি নেতাদের রোষের মুখে পড়েন শামা। এবার তাঁর প্রশ্ন কঙ্গনা যখন রোহিত শর্মাকে 'কুকুরের' সাথে তুলনা করেছিলেন তখন বিজেপি নেতারা নীরব ছিলেন কেন?

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। তার আগে রোহিত শর্মাকে নিয়ে উত্তাল ভারতীয় রাজনীতি। গতকাল দেশজুড়ে শামা মহম্মদের সমালোচনায় সরব হন রাজনৈতিক নেতা থেকে নেটিজেনদের একাংশ। যার পাল্টা দিলেন শামা।

২০২১ সালে দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন চলার সময় কঙ্গনার করা একটি পোস্টের স্ক্রীনশট নিজের এক্স মাধ্যমে শেয়ার করেন শামা। যেখানে কঙ্গনাকে রোহিত শর্মার সমালোচনা করতে দেখা যায়। কৃষকদের পাশে দাঁড়িয়ে রোহিত লিখেছিলেন, 'আমরা সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে সমাধান বের করার পথ খুঁজি তখনই ভারত শক্তিশালী হয়। আমাদের দেশের কল্যাণের জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমি নিশ্চিত যে দ্রুত এই সমস্যার সমাধান ঘটবে'।

রোহিতের ট্যুইট শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ‘এই ক্রিকেটারগুলোর কথা শুনে মনে হচ্ছে এরা ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা। কৃষকরা তাঁদের ভালোর জন্য করা আইনের বিরুদ্ধে যাবে কেন? এরা সন্ত্রাসবাদী, অশান্তি সৃষ্টি করছে।'। সেই সময় কঙ্গনা বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তবে 'বিতর্কিত' ট্যুইটটি পরে মুছে ফেলেন তিনি।

কংগ্রেস নেত্রী শামার প্রশ্ন, কঙ্গনার এই ট্যুইট নিয়ে কী বলবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য? সেই সময় কেন চুপ ছিলেন?

প্রসঙ্গত, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ১৭ বল খেলে ১৫ রানে আউট হন রোহিত শর্মা। এরপর কংগ্রেস নেত্রী শামা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।" তীব্র সমালোচনার মুখে নিজের ট্যুইটটি অবশ্য মুছে ফেলতে বাধ্য হন শামা। কংগ্রেস নেত্রীর মন্তব্যকে 'খুবই লজ্জাজনক' বলেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

কঙ্গনার পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে আক্রমণ শামা মহম্মদের
Champions Trophy 25: সেমির লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার সুযোগ
কঙ্গনার পুরনো পোস্ট শেয়ার করে বিজেপিকে আক্রমণ শামা মহম্মদের
BCCI: 'দুর্ভাগ্যজনক' - রাজনৈতিক নেতাদের রোহিত 'বিরোধী' মন্তব্যে ক্ষুব্ধ BCCI!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in