
রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। রোহিতের বিরুদ্ধে করা মন্তব্য অত্যন্ত 'দুর্ভাগ্যজনক' বলে দাবি করেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। কিন্তু দেশের অভ্যন্তরে সমালোচিত হচ্ছেন অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলের নেতারা। রোহিতকে 'মোটা' বলেও কটাক্ষ করেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। যা নিয়ে মুখ খুললেন দেবজিৎ সাইকিয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেবজিৎ বলেন, "দল যখন আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলছে তখন একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে এই ধরনের নিম্নমানের মন্তব্য করা খুবই দুর্ভাগ্যজনক। এটি একজন ব্যক্তি বা দলের উপর হতাশাজনক প্রভাব ফেলতে পারে। সমস্ত খেলোয়াড় তাদের সর্বোচ্চ দিয়ে পারফর্ম করছে। যার ফল আমরা দেখতেই পাচ্ছি। আমি আশা করি ব্যক্তিরা ব্যক্তিগত প্রচারের জন্য এই ধরনের অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকবেন"।
উল্লেখ্য, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ১৭ বল খেলে ১৫ রানে আউট হন রোহিত শর্মা। এরপর কংগ্রেস নেত্রী শামা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা'। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি।
তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা হচ্ছেও বলে জানান কংগ্রেস নেত্রী। তিনি জানান, ''আমি তাঁর বডি শেমিং করিনি। শুধু একজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে ট্যুইট করেছিলাম। আমি সবসময় মনে করি যে একজন খেলোয়াড়ের ফিট থাকা উচিত এবং আমার মনে হয়েছিল তাঁর ওজন একটু বেশি, তাই আমি ট্যুইট করেছিলাম। কোনও কারণ ছাড়াই আমার উপর আক্রমণ করা হয়েছে। যখন আমি তাঁকে পূর্ববর্তী অধিনায়কদের সাথে তুলনা করেছি, তখন আমি একটি বিবৃতি দিয়েছি। আমার অধিকার আছে। আমার বলার মধ্যে ভুল কী? এটা গণতন্ত্র..."
শামার মন্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি বলেন, "উনি (শামা মহম্মদ) ঠিকই বলেছেন। আর কত দিন রোহিত শর্মাকে ছেড়ে দেওয়া হবে? গত ২ বছরে মনে হয় ১টা মাত্র সেঞ্চুরি করেছেন। বেশিরভাগ সময় ২, ৫, ১০ এমন রান করে আউট হয়ে যান। ওনার না দলের জায়গা পাওয়া উচিত না অধিনায়কের দায়িত্ব পাওয়া উচিত। এনারা শুধু বিজ্ঞাপনে মডেল হন। খেলাতে মডেল হতে পারেন না"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন