Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে শেষ বাংলার অভিযান, এবার হার উত্তরপ্রদেশের কাছে

People's Reporter: বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বে যাওয়া হলো না বাংলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হার চলতি টুর্নামেন্টে অপরাজেয় উত্তরপ্রদেশের কাছে।
বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল
বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলফাইল ছবি সিএবিক্রিকেট ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত
Published on

বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বে যাওয়া হলো না বাংলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হার চলতি টুর্নামেন্টে অপরাজেয় উত্তরপ্রদেশের কাছে।

আজ রাজকোটে টস জিতে উত্তরপ্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠায়। ৪৫.১ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়ে যায় বাংলা। সুদীপ কুমার ঘরামি ৬ রানের জন্য শতরান পাননি। তাঁর ১০৬ বলে ৯৪ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। শাহবাজ আহমেদ ৫৪ বলে ৪৩ ও আকাশ দীপ ১৬ বলে ৩৩ রান করেন।

ওপেনার হিসেবে নেমে করণ লাল ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১ বলে ২৮, অনুষ্টুপ মজুমদার ১০ বলে ১৩, শাকির হাবিব গান্ধী ২৬ বলে ১৭, বিশাল ভাটি ২০ বলে ১৫, মহম্মদ শামি ১১ বলে ১০ ও অঙ্কিত মিশ্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন রোহিত। জিশান আনসারি তিনটি এবং করণ চৌধুরী ও বিপ্রাজ নিগম ২টি করে উইকেট দখল করেন। কুণাল ত্যাগী, প্রশান্ত বীর ও অধিনায়ক রিঙ্কু সিং নেন ১টি করে উইকেট।

জবাবে ৪২.২ ওভারে ৫ উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে উত্তরপ্রদেশ। ধ্রুব জুরেল ৯৬ বলে সর্বাধিক ১২৩ রান করেন। আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করেন। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ২৬ বলে ৩৭ রানে। মহম্মদ শামি ৭ ওভারে ৫৩, আকাশ দীপ ৬ ওভারে ২৭, অঙ্কিত মিশ্র ৯ ওভারে ৬৮ ও রোহিত ১টি মেডেন-সহ ৯.২ ওভারে ৪৫ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। শাহবাজ ৭ ওভারে ৪৯, বিশাল ভাটি ২ ওভারে ১৭ ও করণ লাল ২ ওভারে ৬ রান খরচ করেন, উইকেট পাননি।

বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল
ISL 2026: অবশেষে জট কাটলো, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল
Bengal Cricket: মহিলা ক্রিকেটে বিশ্ব রেকর্ড! নজির গড়লেন বাংলার মেয়েরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in