ISL 2026: অবশেষে জট কাটলো, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

People's Reporter: মঙ্গলবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে খেলা। মোট ৯১টি ম্যাচ হবে।
আইএসএল ট্রফি
আইএসএল ট্রফি ফাইল ছবি
Published on

অবশেষে জট কাটলো আইএসএল-এর। আগামী ১৪ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার দিল্লিতে ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে ১৪টি ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের পর লিগের দিনক্ষণ ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী।

এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, 'কোর্টের সমস্যার জন্য আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কেন্দ্রীয় সরকার, এআইএফএফ এবং ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইএসএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে। সব ক্লাব অংশগ্রহণ করবে।'

মঙ্গলবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। মোহনবাগান, মহমেডান ছাড়াও হাজির ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। স্পনসর-সহ একাধিক জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছিল আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সমাধান সূত্র বের করতে পারেনি। আইএসএল ক্লাবগুলির জোট এবং ক্রীড়া মন্ত্রকের সঙ্গে দফায় দফায় আলোচনাতেও সমস্যার সমাধান হয়নি। আইএসএল ক্লাবগুলির জোটও (ইস্টবেঙ্গল বাদে) লিগ আয়োজনের প্রস্তাব দেয়। আয়-ব্যয় নিয়ে বেশ কিছু শর্তও দেয় তারা। শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে এআইএফএফ-ই আইএসএল আয়োজন করতে চলেছে।

মজার ব্যাপার হল আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে খেলা। মোট ৯১টি ম্যাচ হবে। দলগুলির যাতায়াত এবং থাকার ব্যবস্থা-সহ লজিস্টিস জটিলতার অবশ্য সমাধান হয়নি। সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তবে বল গড়াবে, শুরু হবে আইএসএল এটাই সবথেকে বেশি আনন্দের খবর।

আইএসএল ট্রফি
East Bengal: আচমকাই হামিদ আহমেদকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, তাঁর বিকল্প কে?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in