

অনিশ্চিয়তা জারি রয়েছে আইএসএল নিয়ে। কবে থেকে লিগ শুরু হবে কেউ জানে না। এই অবস্থায় মরক্কোর স্ট্রাইকার হামিদ আহমেদকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। জানা গেছে, হামিদ নিজেই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। তবে হামিদকে বাদ দেওয়া হল কিনা সেই প্রশ্নও উঠছে। কারণ তাঁর পারফরম্যান্স নজরকাড়া ছিল না।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে হামিদ পরিবারের সঙ্গে কাটাতে চান। মাঠের বাইরে খেলোয়াড়ের ভাল থাকার কথা বিচার করেই হামিদের ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয়েছে। দ্রুত পরিবর্ত ফুটবলার খুঁজে নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।
গত বছর জুলাইয়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন হামিদ। ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলিয়ে সাতটি ম্যাচ খেলে দু’টি গোল করেছেন। মাঝে চোট পেয়ে বাইরেও ছিলেন কিছু দিন। গোলের সামনে প্রত্যাশিত দক্ষতা দেখাতে না পারায় প্রথম একাদশে তাঁর জায়গা নিয়েও বার বার উঠেছে প্রশ্ন।
হামিদের বিকল্প কাকে আনা হবে, আদৌ আনা হবে কিনা জানা নেই। সুপার কাপ ফাইনালে আর এক জাপানি ফুটবলার হিরোশির পারফরম্যান্স ছিল খুব খারাপ। এরপর হামিদেরও চলে যাওয়া ভালো খবর নয় ইস্টবেঙ্গলের জন্য। গত কয়েক বছরে ভালো পারফরম্যান্স নেই ক্লাবের। কলকাতা লিগ জিতলেও জাতীয় স্তরে ৩ বছর আগে কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ-ই শেষ ট্রফি। অস্কার ব্রুজো কোচ হয়ে এসে এখনও কোন ট্রফি দিতে পারেননি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন