Mohammed Shami: এসআইআর-শুনানিতে এবার তলব ক্রিকেটার মহম্মদ শামিকে

People's Reporter: উত্তরপ্রদেশে জন্ম হলেও এক যুগের ওপর বাংলায় খেলার সুবাদে বর্তমানে যাদবপুরের ভোটার শামি। বিজয় হাজারে ট্রফি খেলতে বর্তমানে রাজকোটে আছেন তিনি। তাই সোমবার হিয়ারিং-এ হাজিরা দেননি।
মহম্মদ শামি
মহম্মদ শামিফাইল ছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে এবার ডাক পেলেন বাংলার পেসার মহম্মদ শামি। উত্তরপ্রদেশে জন্ম হলেও এক যুগের ওপর বাংলায় খেলার সুবাদে বর্তমানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার শামি। সূত্রের খবর, তাঁর এনুমারেশন ফর্ম সংক্রান্ত কোনও জটিলতার কারণেই শুনানিতে ডাকা হয়েছে তাঁকে।

সোমবারই শামির শুনানিতে হাজির হওয়ার কথা ছিল। তবে বিজয় হাজারে ট্রফি খেলতে বর্তমানে রাজকোটে আছেন মহম্মদ শামি। তাই এদিন হিয়ারিং-এ হাজিরা দেননি তিনি। তবে পরে যাবেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

শুধু শামি নন, তাঁর ভাই মহম্মদ কাইফকেও তলব করা হয়েছে। তিনিও বাংলার হয়ে খেলেন এবং বর্তমানে যাদবপুরের ভোটার। বিজয় হাজারেতে খেলার জন্য তিনিও শুনানিতে উপস্থিত থাকতে পারেননি।

আপাতত ৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটেই থাকবেন শামি। এরপর বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সেক্ষেত্রে ৯-১১ জানুয়ারি পর্যন্ত তাঁর কাছে সময় থাকবে শুনানিতে হাজিরা দেওয়ার জন্য।

বর্তমানে নানা সমস্যায় জর্জরিত শামি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই স্কোয়াডে ডাক পাননি বাংলার এই পেসার। টেস্ট ক্রিকেটেও ব্রাত্য তিনি। নির্বাচকপ্রধান অজিত আগরকরের অপছন্দর জন্যই ভারতীয় দলে শামির জায়গা হচ্ছে না বলে খবর। আর ভারতীয় দলে তাঁর কামব্যাক হবে কিনা কেউ জানে না। শেষবার ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলেন শামি।

শামি ছাড়াও এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। তাঁর পরিবারের আরও তিন সদস্যকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে। কবি জয় গোস্বামীকেও তলব করা হয়েছে।

মহম্মদ শামি
Mustafizur Rahman: বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল সম্প্রচার, নির্দেশ ইউনূস সরকারের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in