

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ নিয়েছে সেদেশের অন্তর্বর্তীকালীন মুহাম্মদ ইউনূসের সরকার। সোমবার সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে একটি চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়াস্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হল।
এমন একটা নির্দেশ আসতে পারে, তা আগেই ধারণা করা হয়েছিল। মুস্তাফিজুর রহমানকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশ থেকে আইপিএল বয়কটের ডাক উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় এই ডাক তুলেছিলেন নেটিজেনদের একাংশ। এতে সমর্থন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এই বিষয়ে অনুরোধও করেছিলেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনমন শুরু হয়েছে। এরপর সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক দিপু দাসকে পিটিয়ে হত্যা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারের থাকা নিয়ে প্রতিবাদ শুরু হয়। বিজেপি, শিবসেনার মতো দলগুলির পাশাপাশি বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনগুলিও কেকেআর কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ায়।
নিশানা করা হয় কেকেআর কর্ণধার শাহরুখ খানকেও। তাঁকে ‘বিশ্বাসঘাতক’, 'দেশদ্রোহী' তকমা দেন বিজেপি নেতা সঙ্গীত সোম। হিন্দু মহাসভার এক নেত্রী তাঁর জিভ কেটে নেওয়ার নিদান দিয়েছেন। এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। কেকেআর এবং শাহরুখের বিরুদ্ধে সরব হয়েছেন কয়েক জন ধর্মীয় গুরুও। কেকেআর-কে বয়কটের ডাক ওঠে বিভিন্ন মহল থেকে। সব মিলিয়ে চাপ বাড়ছিল ক্রমশ বিসিসিআই-এর উপরে। তাই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঘিরেও তৈরি হয় জটিলতা। ইতিমধ্যেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন