
মহিলা ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলার মেয়েরা। একদিনের ক্রিকেটে প্রায় ৪০০-র কাছাকাছি রান তাড়া করে সেই ম্যাচ জিতে রেকর্ড করেছেন তাঁরা। বাংলা মহিলা ক্রিকেট দল ভাঙলো নর্দার্ন ডিস্ট্রক্টসের রেকর্ড।
দুরন্ত ছন্দে রয়েছে বাংলার মেয়েরা। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, সর্বাধিক রান তাড়া করে জেতা দলের মধ্যে শীর্ষ স্থান দখল করল বাংলার মহিলা ক্রিকেট দল। সোমবার হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা দল। প্রথমে ব্যাট করে ৩৮৯ রান তোলে হরিয়ানা। হরিয়ানার হয়ে অনবদ্য ব্যাটিং করেন জাতীয় দলে খেলা শেফালী বর্মা। ১১৫ বলে ১৯৭ রান করেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারলেন না।
জবাবে ব্যাট করতে নেমে ৮৩ বলে ১১৩ রান করেন বাংলার তনুশ্রী সরকার। তাঁর ইনিংসে ছিল ২০টি চার। এছাড়া বাংলার হয়ে গুজ্জর ৪৯ বলে ৬৯ রান করেন, ষষ্ঠী মণ্ডল করেন ২৯ বলে ৫২ রান। গুজ্জর এবং ষষ্ঠী মণ্ডল মিলে ৯ ওভারেই স্কোর বোর্ডে ১০০ রান তোলেন। ৩ নম্বরে নামেন তনুশ্রী সরকার। পাশাপাশি প্রতিভা রানা করেন ২৬ বলে ২৮ রান এবং প্রয়াঙ্কা বালা ৮১ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন।
৫ বল বাকি থাকতেই ৩৯০ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলার মহিলা ক্রিকেট দল। এই জয়ের পরই রেকর্ড গড়ে বাংলা দল। এর আগে ৩০৯ রানের টার্গেট পূরণ করে রেকর্ড করেছিল নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টস। ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির বিরুদ্ধে নজির গড়েছিল তারা। এবার সেই রেকর্ড ভাঙলো বাংলার মহিলা ক্রিকেট দল।
এই জয়ের পর বাংলা মহিলা ক্রিকেট দলের কোচ বলেন, 'ম্যাচের আগেই আমি মেয়েদের বলেছিলাম যে পিচ ব্যাটিং সহায়ক। তাই চিন্তার কোনও কারণ নেই। বড় রান হবেই। মেয়েরা দুরন্ত কাজ করেছে'। ম্যাচের সেরা হয়েছেন তনুশ্রী সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন