Mohammad Shami: অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না শামির! জানিয়ে দিল বোর্ড

People's Reporter: বোর্ড জানিয়েছে, টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর বাঁ পা হালকা ফুলে গিয়েছে।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - মহম্মদ শামির ফেসবুক পেজ
Published on

অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না মহম্মদ শামির। এবার পাকাপাকিভাবে জানিয়ে দিল বিসিসিআই। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল তারকা পেসারের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে। তা সোমবার চূড়ান্ত হয়ে গেল।

বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, 'রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছে। তার পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন’টা ম্যাচেই খেলেছে। সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর বাঁ পা হালকা ফুলে গিয়েছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা ভাব শরীরের জন্য ঠিক নয়।'

বোর্ডের বিবৃতির কারণে শামির চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামও অনিশ্চিত হয়ে পড়লো। কারণ খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করবেন নির্বাচকরা। মেলবোর্ন আর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট জিততেই হবে ভারতকে। নাহলে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি যেতে পারবে না টিম ইন্ডিয়া।

শামিকে এবারে বিজয় হাজারে এবং রঞ্জির বাকি ম্যাচগুলোতে খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। সব ঠিকঠাক চললে ২০২৫ আইপিএল-এ নামবেন শামি। এবারে শামিকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর বিশ্বকাপ ফাইনালের পরে এই পেসার আর ভারতের জার্সিতে মাঠে নামতে পারেননি। ছিটকে যান গত আইপিএলেও।

মহম্মদ শামি
ISL 2024-25: চোট পেয়ে পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত বাগানের দিমি!
মহম্মদ শামি
Border Gavaskar Trophy: ৩ ইনিংসে মাত্র ১৯ রান! ফর্মে ফিরতে রোহিতকে কী পরামর্শ দিলেন শাস্ত্রী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in