
সময় ভালো যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে বড় রান করতে পারেননি তিনি। অধিনায়কের অবসরের দাবি জানিয়েছেন বহু ভারতীয় সমর্থক। তবে পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। খারাপ সময়ে সবকিছু পিছনে রেখে রোহিতকে নিজের আগ্রাসী মনোভাব দিয়ে খেলার পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দুটি ম্যাচের ৩ ইনিংসে রোহিত মাত্র ১৯ রান করেছেন। যা ভারত অধিনায়কের কাছ থেকে কেউই আশা করেননা। সিরিজের প্রথম টেস্টে শতরান ছাড়া বিরাট কোহলিও তেমন রান পাননি। দুই তারকা ব্যাটারের ব্যাটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এই আবহে আগ্রাসী ব্যাটিং করার জন্য সওয়াল করলেন রবি শাস্ত্রী। আইসিসি রিভিউতে তিনি বলেন, 'রোহিত শুধু নিজের খেলাটা খেলুক। ওপেনিং ছেড়ে ৬ নম্বরে নামলেও ক্ষতি নেই। পুরনো মানসিকতায় ফিরে যাক। আগে কী হয়েছে সব ভুলে গিয়ে আক্রমণাত্মক খেলুক ও।'
তিনি আরও বলেন, 'ডিফেন্স করতে গিয়েই আউট হচ্ছে রোহিত শর্মা। তাই আর ডিফেন্স নয়। অ্যাটাক করুক। অজি পেসারদের চাপে ফেলুক। তাহলেই ম্যাচের রঙ বদলে ফেলতে পারবে ও। রোহিত শর্মা বলের লেংথ আগে থেকেই বুঝতে পারে। ফলে ওর অ্যাটাকিং শট খেলতে কোনও অসুবিধা হয় না।'
প্রাক্তন কোচের কথায়, "আমি মনে করি শুধু ফর্মে ফিরে আসা নয়, ভারতের হয়েও একটি ম্যাচ জেতার এটাই তাঁর সেরা উপায়। কারণ এখন ম্যাচ জেতাটাই খুবই গুরুত্বপূর্ণ। ৬ নম্বরে যারা ব্যাট করতে নামে তারা আক্রমণাত্মক খেলে। যা রোহিত শর্মা ভালো ভাবেই করতে পারে। হ্যাঁ কম রানে বেশি উইকেট পড়ে গেলে তখন একটু সময় নিতে হবে। পরস্থিতি অনুকূলে থাকলে কোনও কিছু ভাবতে হবে না। শুধু অ্যাটাক, অ্যাটাক আর অ্যাটাক"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন