
ইস্টবেঙ্গলের পরে এবারে চোটের কবলে মোহনবাগান। সবুজ মেরুনের গ্রেগ স্টুয়ার্ট চোট পেয়ে আগেই কয়েক ম্যাচে অনিশ্চিত। এবারে তাদের দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতসও চোটের কবলে। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া যাবে না দিমিকে।
গোয়া ম্যাচে গোলের পরই হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দিমি। চোটের কারণেই আসন্ন পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত দিমিত্রি ৷ তবে শুধু কী পাঞ্জাব ম্যাচ না বাকি ম্যাচগুলোতেও অনিশ্চিত সেইদিকে নজর থাকবেই।
গোয়া ম্যাচে হারের পরে একটু চাপে পড়ে গেলেও জয়ের সারিতে ফিরতে আশাবাদী টিম বাগান। গতবার মোহনবাগান দল লিগ শিল্ড ঘরে তোলে। এবারেও তারা সেই টার্গেট নিয়েছে। একইসঙ্গে তাদের লক্ষ্য হল আইএসএল জয়।
বরাবরই মোহনবাগানের বড়ো বাধা মুম্বই এফসি। এবারে মুম্বই ভালো ফুটবল না খেলায় তাদের কাজ অনেকটা সহজ বলেই মনে করা হচ্ছে। বাগান কোচ মোলিনা বলেন, "আমার দলের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে, শরীরচর্চা করে। যাতে তারা প্রতি ম্যাচে অনেক বেশি ও দ্রুত দৌড়তে পারে। প্রতি ম্যাচেই আমরা তা করে থাকি। সে জন্যই হয়তো আপনাদের মনে হয়েছে আমরা শারীরিক ভাবে বেশিই তৎপর ছিলাম। তবে আমাদের শারীরিক ভাবে এরকমই সক্ষম থাকতে হবে এবং সে জন্য আরও পরিশ্রম করে যেতে হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন