২৩ লক্ষ টাকার আর্থিক প্রতারণা! বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

People's Reporter: অভিযোগ, নিজের কোম্পানির কর্মীদের বেতন থেকে পিএফ-র টাকা কেটে নিলেও তা জমা করা হয়নি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার পরিমাণ ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF)-র টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর সংস্থার বিরুদ্ধে।

বিপাকে রবিন উথাপ্পা। বেঙ্গালুরু ভিত্তিক কোম্পানি Centaurus Lifestyle Brands Pvt Ltd-র ডিরেক্টর উথাপ্পা। অভিযোগ, এই কোম্পানির কর্মীদের বেতন থেকে পিএফ-র টাকা কেটে নিলেও তা জমা করা হয়নি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার মোট পরিমাণ ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২টাকা। এই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল বা কেন জমা করা হয়নি তা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি রবিন উথাপ্পার তরফ থেকে।

অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। যাতে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সমস্ত টাকা না ফেরালে গ্রেফতার করা হবে কেকেআরের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারকে।

আঞ্চলিক পিএফ কমিশনার সাদাক্ষরী গোপাল রেড্ডি জানান, এই পরোয়ানা জারি হয়েছে গত ৪ ডিসেম্বর। তবে পুলিশ সূত্রে খবর, তারা এক সপ্তাহ আগে গ্রেফতারি পরোয়ানা জারি করার নোটিশ পেয়েছে পিএফ অফিস থেকে। তবে যে ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেখানে উথাপ্পা থাকেন না। বর্তমানে দুবাইতে থাকেন তিনি।

এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত হতবাক সকলে। তাঁর অনুরাগীরা বিশ্বাস করতে পারছেন না যে উথাপ্পার মতো একজন ক্রিকেটার এমন প্রতারণায় অভিযুক্ত। দেশের জার্সিতে এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে একাধিক ম্যাচ জিতিয়েছেন উথাপ্পা। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয় উথাপ্পার। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। এছাড়া কেকেআরের হয়েও আইপিএল জিতেছেন। ২০২২ সালে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

প্রতীকী ছবি
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া জট, নিরপেক্ষ ভেন্যুতে আপত্তি পাকিস্তানের!
প্রতীকী ছবি
Ravichandran Ashwin: 'দেশের মাটিতে অবসর নিতে পারতেন...' - অশ্বিনের সিদ্ধান্তে হতাশ কপিল দেব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in