
অশ্বিনের অবসর নিয়ে এবার সরব হলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর মতে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে অবসর নিলে আরও ভালো করতেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি অশ্বিনের অবসরের কারণও বুঝতে পারছেন না প্রাক্তন অধিনায়ক।
আচমকাই অবসর ঘোষণা করে সকলকে অবাক করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কেউই তাঁর এই সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছেন না। অবসরের পরই বিস্ফোরক অভিযোগ করেন অশ্বিনের পিতা রবিচন্দ্রন। তিনি জানান, "ওর ইচ্ছাতে আমি হস্তক্ষেপ করতে পারি না। তবে যেভাবে অবসর নিয়েছে তাতে অন্য কোনও কারণ থাকলেও থাকতে পারে। হয়তো দিনের পর দিন অপমানিত হওয়ার কারণে অবসর নিয়েছে"।
এবার সরব হলেন কপিল দেব। তিনি বলেন, 'আরও কিছুদিন পর অবসর নিতে পারতেন অশ্বিন। অন্তত দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে অবসর গ্রহণ করতে পারতেন। আচমকাই কেন এই সিদ্ধান্ত নিলেন তা বুঝতে পারছি না। এইভাবে বিদায় নেওয়াটা উচিত হয়নি।'
তাঁর মতে, 'অশ্বিনের বিদায়টা আরও সুন্দর হতে পারতো। ভারতের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার। ওঁকে দেখেও খুশি মনে হল না। কেন এবং কী কারণে অবসর নিলেন তা অশ্বিনের মুখ থেকেই শুনতে চাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত অশ্বিনকে সুন্দর করে ফেয়ারওয়েল দেওয়া।'
উল্লেখ্য, ভারতের হয়ে ১০৬ টেস্টের ২০০ ইনিংসে মোট ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। এক ইনিংসে তাঁর সেরা বোলিং স্কোর ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১১৬টি ম্যাচে ১৫৬টি উইকেট এবং টি-২০-তে ৬৫ ম্যাচে ৭৫টি উইকেট সংগ্রহ করেন অশ্বিন। ২০১১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় আর ২০২৪ সালে সেই জার্সি তুলে রাখলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন