East Bengal: গোটা মরসুম থেকে ছিটকে গেলেন তালাল! ইস্টবেঙ্গলের নজরে বাগানের প্রাক্তন তারকা

People's Reporter: ওড়িশা ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তালালকে। চোট এতটাই মারাত্মক যে বাকি আইএসএল মরসুম থেকে ছিটকে গেলেন ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
মদিহ তালাল
মদিহ তালালছবি - সংগৃহীত
Published on

খারাপ সময় থেকে ৩ ম্যাচে জয় পেয়ে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল। এরই মাঝে ফের এল খারাপ খবর। ওড়িশা ম্যাচে চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন লাল হলুদের মিডফিল্ড তারকা মাদিহ তালাল।

ওড়িশা ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তালালকে। চোট এতটাই মারাত্মক যে বাকি আইএসএল মরসুম থেকে ছিটকেই গেলেন ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'সত্যিই ওর না থাকাটা আমাদের কাছে বড়ো ক্ষতি। কোচ আছে সিদ্ধান্ত নেবে। জানুয়ারিতে ওর বিকল্প যদি কাউকে পাওয়া যায় তাহলে সেদিকে নজর দিতে হবে।'

চলতি মরসুমে মোট ১০টি ম্যাচে ৭৪৩ মিনিট মাঠে থেকে একটি গোল করেন ও একটি গোলে অ্যাসিস্ট করেন তালাল। তাঁর ৭৬ শতাংশ পাসই ছিল নিখুঁত। ২১টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। তাঁর ২১টি শটের মধ্যে ন’টি ছিল লক্ষ্যে।

এরই মধ্যে শোনা যাচ্ছে মোহনবাগানের প্রাক্তন মিডফিল্ড তারকা ইউরো কাপ খেলা ফিনল্যান্ডের জনি কাউকোকে নিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। কাউকো এই মুহূর্তে আই লিগে ইন্টার কাশিতে আছেন। তবে কাউকো আইএসএলে খেলতে চান বলে খবর। যদি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাউকো আসেন তাহলে ইস্টবেঙ্গল দলের কাছে তা বেশ স্বস্তির খবর হবে।

তবে কাউকোকে নিতে হলে ইন্টার কাশি থেকে লোনে নিতে হবে। আপাতত ইস্টবেঙ্গলের নজর শনিবার যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে হওয়া ম্যাচের দিকে।

মদিহ তালাল
Ronaldo: হারানো 'গৌরব' ফেরাতে আসরে রোনাল্ডো! ব্রাজিল ফুটবলের সভাপতি পদে লড়বেন প্রাক্তন তারকা
মদিহ তালাল
Ravichandran Ashwin: অপমানের কারণে আচমকাই অবসর! চাঞ্চল্যকর অভিযোগ অশ্বিনের বাবার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in