
অশ্বিনের পরিবর্ত হিসেবে মুম্বইয়ের স্পিনারকে দলে নিল ভারত। অনেকেই ভেবেছিলেন অশ্বিনের পরিবর্ত হিসেবে কুলদীপ যাদব স্কোয়াডে যোগ দিতে পারেন। কিন্তু তা হয়নি। ২৬ বছর বয়সী স্পিনারের উপরই ভরসা রাখল বিসিসিআই। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অভিষেক হয় কিনা তা সময়ই বলবে।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই আচমকা অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে একজন ক্রিকেটারকে নিতেই হত। মুম্বইয়ের স্পিনার তনুশ কোটিয়ানের নামেই সিলমোহর দিল বোর্ড। খুব একটা পরিচিত মুখ নন এই তনুশ।
তনুশ কোটিয়ানের জন্ম ১৯৯৮ সালে, মুম্বইয়ে। সেখানেই তাঁর বড় হওয়া। এখনও পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১০১টি। গড় ২৫.৭০।
বোলিং-র পাশাপাশি ব্যাটিং-এও বেশ নজরকাড়া পারফর্ম রয়েছে তনুশের। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ১৫২৫। দুটি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। তাছাড়া গত আইপিএল-এ অ্যাডম জাম্পার পরিবর্তে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।
রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্টে মুম্বই দলের হয়ে খেলেন তনুশ। ২০২৩-২৪ মরসুমে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফর্ম করেন এই স্পিনার। ২৯টি উইকেট (গড় ১৬.৯৬) সহ ৫০২ রান (গড় ৪১.৮৩) করেছিলেন তিনি। যার কারণে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয় তাঁকে। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্কোয়াডে থাকলেও এই স্পিনারের অভিষেক অস্ট্রেলিয়ার মাটিতে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ চতুর্থ টেস্টে ৬ মিলিমিটার ঘাস রয়েছে পিচে। যা স্পিন সহায়ক নয়।
চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড -
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুবমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাড়িক্কল এবং তনুশ কোটিয়ান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন