Manu Bhaker: 'খেলরত্ন' পুরস্কারের মনোনীতদের তালিকায় নাম নেই মনু ভাকেরের! ক্ষুব্ধ ক্রীড়াবিদের বাবা

People's Reporter: ক্রীড়া মন্ত্রক সূত্রে খবর, এই সম্মান অর্জনের জন্য মনু ভাকের কোনওরকম আবেদন জানাননি। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মনু ভাকেরের পিতা।
মনু ভাকের
মনু ভাকেরছবি - সংগৃহীত
Published on

ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান 'মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারে'র জন্য মনোনীতদের তালিকায় নাম নেই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শ্যুটার মনু ভাকেরের নাম। সরকারি আধিকারিকদের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ মনু ভাকেরের পিতা রামকৃষ্ণ।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল-র ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। অনেকেই ভেবেছিলেন এই ক্রীড়াবিদকে ভারত সরকারের পক্ষ থেকে এবছর 'মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার' দেওয়া হবে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রামের নেতৃত্বাধীন ১২ সদস্যের জাতীয় ক্রীড়া কমিটি মনু ভাকেরের নাম তালিকায় রাখেনি।

ক্রীড়া মন্ত্রক সূত্রে খবর, এই সম্মান অর্জনের জন্য মনু ভাকের কোনওরকম আবেদন জানাননি। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মনু ভাকেরের পিতা।

ইন্ডিয়া টু'ডে-কে মনু ভাকেরের বাবা বলেন, অলিম্পিক্সে দু'টি পদক জিতে কী লাভ? সেই যেখানে পুরস্কার পাওয়ার জন্য আপনাকে ভিক্ষা করতে হবে। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির অন্য সদস্যরা চুপ করে আছেন। তাঁরা কোনও মতামতই পেশ করতে পারছেন না। এইভাবে একজন ক্রীড়াবিদকে উৎসাহিত করা যায়?

তিনি আরও জানান, মনু এই সম্মানের জন্য আবেদন পত্র পাঠিয়েছিল। কিন্তু কমিটির পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। আমার মনে হয় ক্রীড়াবিদ না করে মা-বাবারা সন্তানদের সরকারি অফিসার তৈরি করুন।

উল্লেখ্য, ২০২৩ সালে অর্জুন পুরস্কারের জন্য কোনও আবেদন জানাননি ভারতের তারকা পেসার মহম্মদ শামি। তাঁর হয়ে পুরস্কার প্রদানের জন্য আবেদন জানিয়েছিল বিসিসিআই। এখন প্রশ্ন উঠছে যদি মহম্মদ শামিকে সম্মান প্রদান করা হতে পারে তাহলে মনু ভাকেরের ক্ষেত্রে পৃথক পদ্ধতি কেন?

২০২৪ খেলরত্ন সম্মানের জন্য মনোনয়নের তলিকায় ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারা অলিম্পিক্সে হাইজাম্পে সোনা জয়ী প্রবীণ কুমারের নাম রয়েছে।

মনু ভাকের
Tania Sachdev: একাধিক পুরস্কার জিতেও মেলেনি কোনও সম্মান! দিল্লি সরকারের ভূমিকায় হতাশ ভারতীয় দাবাড়ু
মনু ভাকের
BGT: অনুশীলনে ভারতের জন্য পুরনো পিচ! বিতর্কের মধ্যে মুখ খুললেন মেলবোর্নের পিচ প্রস্তুতকারক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in