Tania Sachdev: একাধিক পুরস্কার জিতেও মেলেনি কোনও সম্মান! দিল্লি সরকারের ভূমিকায় হতাশ ভারতীয় দাবাড়ু

People's Reporter: তানিয়া লেখেন, ২০০৮ সাল থেকে ভারতের হয়ে দাবা খেলছি। দাবাতে কৃতিত্বের জন্য দিল্লি সরকারের কাছ থেকে স্বীকৃতির অভাব দেখে আমি হতাশ।
ভারতীয় দাবাড়ু তানিয়া সচদেব
ভারতীয় দাবাড়ু তানিয়া সচদেবছবি - তানিয়া সচদেবের ফেসবুক ওয়াল
Published on

ভারতীয় দাবাড়ুরা বিশ্বের দরবারে একের পর এক খেতাব অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করছেন। তবে দিল্লি সরকার এই সমস্ত ক্রীড়াবিদদের পুরস্কৃত করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে না বলে এবার অভিযোগ করলেন ভারতের মহিলা দাবাড়ু তানিয়া সচদেব। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

ভারতীয় দাবাড়ুদের মধ্যে সর্বাধিক সাফল্য পেয়েছেন তামিলনাড়ুর দাবাড়ুরা। সাম্প্রতিক কালে গুকেশ ডোম্মারাজু থেকে শুরু করে প্রজ্ঞানন্দ রমেশবাবু, তাঁর দিদি বৈশালী রমেশবাবু বিশ্বের মঞ্চে দাপট দেখাচ্ছেন। এমনকি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের জন্মও তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে একাধিক দাবাড়ু উঠে এলেও দিল্লি থেকে তেমন ভাবে দাবাড়ুরা উঠে আসছেন না। যার জন্য অবশ্য দিল্লি সরকারকেই দায়ী করছেন তানিয়া সচদেব।

নিজের এক্স হ্যান্ডেলে তানিয়া লেখেন, "২০০৮ সাল থেকে ভারতের হয়ে দাবা খেলছি। দাবাতে কৃতিত্বের জন্য দিল্লি সরকারের কাছ থেকে স্বীকৃতির অভাব দেখে আমি হতাশ। যে রাজ্যগুলি তাদের চ্যাম্পিয়নদের সমর্থন করে এবং তাদের জয় উদযাপন করে ওই রাজ্যগুলিই সরাসরি শ্রেষ্ঠত্বকে অনুপ্রাণিত করে এবং প্রতিভাকে তুলে ধরতে সক্ষম। দুঃখের বিষয়, দিল্লি এখনও এই পদক্ষেপ নিতে পারেনি।"

তিনি আরও লেখেন, "২০২২ সালে চেস অলিম্পিয়াডে আমি ব্যক্তিগত এবং দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলাম। তারপর ২০২৪ সালের দাবা অলিম্পিকে সোনা জিতেছিলাম। ওই দিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সম্মান জানানো হয়নি। দিল্লি এবং ভারতকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করে এমন একজন হিসেবে আমি আশা করি আম আদমি পার্টি, অতিশী ম্যাম এবং অরবিন্দ কেজরিওয়াল স্যার তাঁদের দাবাড়ুদের গুরুত্ব দেবেন এবং সমর্থন করবেন"। উল্লেখ্য, অতিশী বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী।

তবে এই প্রথম নয়, দিল্লি সরকারের বিরুদ্ধে আগেও সরব হয়েছিলেন তানিয়া। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, 'দিল্লি যদি গ্র্যান্ডমাস্টার পেতে চায় তাহলে তামিলনাড়ুকে অনুসরণ করতে হবে। অনেকেই দেখবেন পিভি সিন্ধুর মতো ব্যাডমিন্টন প্লেয়ার হতে চায়। কারণ পি ভি সিন্ধু একজন আদর্শ। দাবাতেও তেমন প্লেয়ার তৈরি করতে হবে যাতে অন্যরাও উৎসাহ পায়।'

ভারতীয় দাবাড়ু তানিয়া সচদেব
Shreyas Iyer: ৫০ বলে সেঞ্চুরি! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিজয় হাজারেতে বিধ্বংসী ইনিংস শ্রেয়াসের
ভারতীয় দাবাড়ু তানিয়া সচদেব
২৩ লক্ষ টাকার আর্থিক প্রতারণা! বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in