বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল বাংলা। আজ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে ৬৭ বল বাকি থাকতে বাংলাকে চার উইকেটে হারাল বরোদা।
টস জিতে বরোদা ফিল্ডিং নিয়েছিল। বাংলা ৩৮.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায়। অনুষ্টুপ মজুমদার ৫৪ বলে সর্বাধিক ৪৭ রান করেন। করণ লাল করেন ৪৩ বলে ৪০। অভিষেক পোড়েল ৩৫ বলে ৩৮, শাহবাজ আহমেদ ৩৩ বলে ২৬, সুমন্ত গুপ্ত ২৫ বলে ২১ রান করে আউট হন।
মহম্মদ শামি ১৭ বলে ৭, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬ বলে ৫, সুদীপ কুমার ঘরামি ৫ বলে ০, আমির গনি ৬ বলে ২, আকাশ দীপ ১ বলে ০ রানে সাজঘরে ফেরেন। শাহবাজ ও আকাশকে ৩১তম ওভারের প্রথম দুই বলে ফেরান রাজ লিম্বানি। মুকেশ কুমার ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। রাজ লিম্বানি পাঁচটি ও অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া তিনটি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৩৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরোদা। শাশ্বত রাওয়াত ৫০ বলে ৬১, ক্রুণাল ৬৩ বলে ৫৭ ও প্রিয়াংশু মোলিয়া ৯০ বলে ৫২ রান করেন। গনি ও শাহবাজ দুটি করে এবং শামি ও আকাশ একটি করে উইকেট পেয়েছেন। এলিট গ্রুপ বি-তে সোমবার বাংলার পরবর্তী ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে।
এই মুহূর্তে এলিট বি গ্রুপের শীর্ষে আছে উত্তরপ্রদেশ (+৩.১১০)। এই গ্রুপের উত্তরপ্রদেশ, জামনগর এবং বরোদা দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে। বিদর্ভ এবং বাঙলা দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে পরাজয়ের সম্মুখীন হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর বাঙলা মুখোমুখি হবে চন্ডীগড়ের। এর আগে বিদর্ভকে পরাজিত করেছে বাংলা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন