
এবছর মোহনবাগান রত্ন পেতে চলেছেন প্রাক্তন বাগান সভাপতি টুটু বোস (Tutu Bose)। আগামী মরসুমে প্রয়াত মোহনবাগান (Mohun Bagan) সচিব অঞ্জন মিত্রকে দেওয়া হবে এই সম্মান। বিশেষ সম্মান পেয়ে আপ্লুত টুটু বোস। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
কার্যকরী কমিটির বৈঠকের শেষে সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বোস মোহনবাগান রত্ন প্রদানের বিষয়টি ঘোষণা করেন। সৃঞ্জয় বোস বলেন, 'সভাপতি দেবাশিস দত্তর প্রস্তাব মেম্বাররা স্বাগত জানান। টুটু বোস আমার বাবা, তাই আমি কিছু জানাইনি। তবে ব্যক্তিগতভাবে ভালো লাগছে।'
মোহনবাগান রত্ন পেয়ে আনন্দিত টুটু বোস। তিনি লেখেন, "আমি নবগঠিত কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে 'মোহনবাগান রত্ন' দেওয়ার জন্য। ১৯৯১ সাল থেকে আমার সাধ্যমতো যতদিন পেরেছি, যতটা পেরেছি, মাতৃসম মোহনবাগান ক্লাবের সেবা করে এসেছি। অগণিত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের জানাই আমার আকন্ঠ সবুজ-মেরুন ভালোবাসা। পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চাই।"
১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মোহনবাগান ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। তারপর ১৯৯৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন সভাপতি। পরে ২০১৮ থেকে ২০২০-র জানুয়ারি পর্যন্ত ফের সচিব হন। আর ২০২০-২২ এবং ২০২২-২০২৫, দুই দফায় ফের ক্লাব সভাপতি হন। তবে এবার মোহনবাগান নির্বাচনের আগে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান টুটু বোস, ছেলে সৃঞ্জয়ের হয়ে প্রচার করার জন্য। ২৯ জুলাই মোহনবাগান দিবসে টুটু বোসকে এই সম্মানে ভূষিত করা হবে। এর আগে ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ধীরেন দে।
বৈঠকে আরও ঠিক হয় চলতি বছরের মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে। আবহাওয়ার পাশাপাশি মনে করা হচ্ছে এবার প্রচুর সদস্য ও সমর্থকরা মোহনবাগান দিবসে ক্লাবে আসতে চাইবেন। সেই কারণেই নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রাক্তনদের মধ্যে একটি ফুটবল ম্যাচ হবে। মোহনবাগান দিবস নিয়ে বাকি সিদ্ধান্তগুলো এখনও নেওয়া হয়নি। ১১ জুলাইয়ের পরবর্তী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন