মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি হচ্ছেন বেচারাম মান্না
মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি হচ্ছেন বেচারাম মান্নাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

Mohun Bagan: মোহনবাগানে বাড়ছে তৃণমূল নেতাদের আধিপত্য, ক্লাবের নতুন সহ সভাপতি হচ্ছেন বেচারাম মান্না!

People's Reporter: সোমবার বিকেলে সচিব পদে মনোনয়ন দেন সৃঞ্জয় বসু। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হবেন না। আর মোহনবাগানে সভাপতি পদে নির্বাচন হয় না। ফলে দেবাশিস দত্তের মনোনয়ন জমা দেওয়ার কোনও প্রয়োজনই নেই।
Published on

মোহনবাগান কমিটিতে তৃণমূল নেতাদের দাপাদাপি আরও বাড়ছে। মলয় ঘটক, অরূপ রায়, কুণাল ঘোষরা ক্লাবের সহ সভাপতির চেয়ারে আগে থেকেই আছেন। সূত্রের খবর, এবারে সেই তালিকায় নতুন সংযোজন বেচারাম মান্না।

শোনা যাচ্ছে মোহনবাগানের নতুন সহ সভাপতি হতে চলেছেন হরিপালের বিধায়ক। সোমবার মোহনবাগান নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে নবান্নের নির্দেশে কোনো নির্বাচন হবে না। শুধু মনোনয়ন প্রক্রিয়া হবে। এদিন বিকেলে সচিব পদে মনোনয়ন দেন সৃঞ্জয় বসু। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হবেন না। আর মোহনবাগানে সভাপতি পদে নির্বাচন হয় না। ফলে দেবাশিস দত্তের মনোনয়ন জমা দেওয়ার কোনও প্রয়োজনই নেই। তাছাড়া অন্যান্য ২২টি পদের জন্যও মনোনয়ন জমা দেন সদস্যরা। কমিটিতে মোট যত সদস্য পদ রয়েছে তা দুই শিবিরের মধ্যে সমানভাবে ভাগ হবে।

সূত্রের খবর, ক্লাবের মোট ২০ জন কমিটি মেম্বারের মধ্যে ১০ জন থাকবেন সৃঞ্জয় শিবিরের, বাকি ১০ জন থাকবেন দেবাশিস দত্তর শিবিরের। তবে টুটু বসুকে কি ক্লাব থেকে মুছে ফেলা হবে নাকি নতুন কোনো পদ দেওয়া হবে সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। সমর্থক ও ওয়াকিবহাল মহলের সেদিকে নজর থাকবেই। নতুন তৈরি হওয়া কমিটি বেছে নেবে সহ-সভাপতিদের। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারেন রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সমস্ত কিছু দেখে সৃঞ্জয় বসু আর দেবাশিস দত্ত শিবিরের অনেকেই বলতে শুরু করেছেন, নির্বাচন না হয়ে যখন মিলিজুলি কমিটিই হবে তাহলে নির্বাচনের প্রচারের নামে একে অন্যকে কুৎসা, আক্রমণ করে কী লাভ হল?

মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি হচ্ছেন বেচারাম মান্না
২৪ বছর পর ইতালির বিরুদ্ধে জয় পেল নরওয়ে, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এক ধাপ এগোলেন হালান্ডরা
মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি হচ্ছেন বেচারাম মান্না
প্রথমবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ইতিহাস উজবেকিস্তান ও জর্ডনের! ১৫০ কোটির দেশ ভারত এখনও ব্যর্থ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in