EXCLUSIVE: 'এটা লজ্জার' - যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে আর কী বললেন সুব্রত ভট্টাচার্য?

People's Reporter: ২০০৮ সালে যুবভারতীতে মারাদোনার সামনে প্রদর্শনী ম্যাচে অংশ নেন সুব্রত ভট্টাচাৰ্য। মারাদোনার সঙ্গে হাত মেলানর ছবি এখনও সুব্রতর ঘরে আছে।
মেসির অনুষ্ঠান নিয়ে সরব সুব্রত ভট্টাচার্য
মেসির অনুষ্ঠান নিয়ে সরব সুব্রত ভট্টাচার্যগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

যুবভারতীতে মেসির অনুষ্ঠান বিশৃঙ্খলার ঘটনায় মাথা হেঁট হয়েছে কলকাতার। এর আগে ২০০৮ সালে যুবভারতীতে এসেছিলেন দিয়েগো মারাদোনা। সেই সময়ও এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেই দাবি করলেন প্রাক্তন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

২০০৮ সালে যুবভারতীতে মারাদোনার সামনে প্রদর্শনী ম্যাচে অংশ নেন সুব্রত ভট্টাচাৰ্য। মারাদোনার সঙ্গে হাত মেলানোর ছবি এখনও সুব্রতর ঘরে আছে। মেসি ঘটনায় তিনিও লজ্জিত। পিপলস রিপোর্টারকে সুব্রত ভট্টাচার্য বলেন, শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠান হয়নি। এমন ঘটনা লজ্জার। মেসির মত ফুটবলারের সামনে এমন করা উচিত হয়নি আয়োজকদের। এমনিই বাংলার ফুটবল আর কেউ দেখে না তারপর এই ঘটনায় বাংলার মাথা নীচু হল। আর কে এই শতদ্রু দত্ত? ও ফুটবলের কী বোঝে? আনছে মেসিকে ঠিক আছে। তারপর বাকি বিষয়টা প্রশাসন আর সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল।'

ক্ষোভের মুখে যুবভারতী ভাঙচুর করায় কিছু ফুটবল সমর্থককে আটক করেছে পুলিশ। সেই প্রসঙ্গে সুব্রত ভট্টাচার্য বলেন, কেন ফুটবল ভক্তদের আটক করা হবে? সমর্থকরা ছাড়া ফুটবল চলবে না। এটা ঠিক হয় নি।'

এরপর পুরোনো স্মৃতিতে গিয়ে তিনি বলেন, '২০০৮ সালে যখন মারাদোনা এলো, কী সুন্দর পরিবেশ। মারাদোনা বল নিয়ে খেললো, আনন্দ করল। সমর্থকরা খুশি হল। পুলিশ প্রশাসন সুশৃঙ্খলভাবে পরিচালনা করে অনুষ্ঠানটি। এর আগে যখন পেলে এসেছিল ১৯৮০ সালে, তখনও খুব সুন্দর পরিবেশ ছিল। গ্র্যান্ড হোটেলে সবাই ওর দেখা পায়।'

সুব্রত ভট্টাচার্যর জামাই সুনীল ছেত্রী মেসির সঙ্গে মুম্বইতে দেখা করেন। সুব্রত বলেন, 'সুনীল ভারতীয় ফুটবলে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে জায়গা করেছে। ওর সঙ্গে মেসির ছবি আসা স্বাভাবিক।'

মেসির অনুষ্ঠান নিয়ে সরব সুব্রত ভট্টাচার্য
Mohun Bagan: কড়া শাস্তি মোহনবাগানকে! এএফসিতে খেলতে না যাওয়ায় ২ বছরের নির্বাসন সহ মোটা অঙ্কের জরিমানা
মেসির অনুষ্ঠান নিয়ে সরব সুব্রত ভট্টাচার্য
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জের, অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ মুখ্যমন্ত্রীর!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in