

ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ক্রীড়া দফতর সূত্রে এমনটাই খবর। আপাতত এই দফতর থাকছে মুখ্যমন্ত্রীর কাছেই। তবে অরূপ বিশ্বাস শুধু ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিদ্যুৎমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি।
যুবভারতীতে মেসি-কাণ্ডের পরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। দর্শকদের অধিকাংশের অভিযোগ ছিল অরূপ বিশ্বাস সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি মেসিকে এমনভাবে ঘিরে ছিলেন, যার জন্য সাধারণ দর্শক মেসিকে ভালোভাবে দেখতে পাননি। দলের মধ্যেও অরূপের নাম না করে অনেকেই কটাক্ষ করেন। বিরোধীরা অরূপ বিশ্বাসের পদত্যাগ দাবি করেন।
মঙ্গলবারই তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি চিঠির ছবি শেয়ার করে লেখেন, "ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী"। চিঠিতে ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জানান অরূপ বিশ্বাস।
কুণাল ঘোষের এরপরের একটি পোস্ট থেকে জানা যায় ইস্তফা পত্রটি মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, "যুবভারতীর ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আবেগ এবং উদ্দেশ্যের জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয় তিনি সঠিক বলেছেন। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ ক্রীড়া দফতর আমি দেখাশোনা করব।"
অন্যদিকে, যুবভারতীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই রাজীব কুমারকে শোকজ করেন মুখ্যসচিব মনোজ পন্থ। কেন মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা ঘটলো তার উত্তর ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে। ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংকেও শো কজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও অপসারণ করা হয়েছে পদ থেকে। পাশাপাশি বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত যত দিন চলবে, তত দিন সাসপেন্ড থাকবেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন