IPL Auction: আইপিএল-র ইতিহাসে সবথেকে দামি বিদেশি! কত কোটিতে ক্যামেরন গ্রীনকে দলে নিল কলকাতা?

People's Reporter: আবু ধাবিতে শুরু হয়েছে আইপিএল-র মিনি নিলাম। সেখানেই বাজিমাত করল কেকেআর।
ক্যামেরন গ্রীন
ক্যামেরন গ্রীনছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

আইপিএল-র ইতিহাসে সবথেকে মূল্যবান বিদেশী হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রীন। তাঁকে ২৫ কোটি ২০ লাখ টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে সবথেকে মূল্যবান বিদেশি ছিলেন মিচেল স্টার্ক।

আবু ধাবিতে শুরু হয়েছে আইপিএল-র মিনি নিলাম। সেখানেই বাজিমাত করল কেকেআর। এবারের নিলামে সর্বাধিক নজর ছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রীনের দিকে। গ্রীনের বেস প্রাইস ছিল ২ কোটি। প্রথম থেকে চেন্নাই এবং কলকাতার মধ্যে লড়াই হয় অজি অলরাউন্ডারের জন্য। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় তাঁকে কিনল কেকেআর।

সবথেকে দামি বিদেশী ক্রিকেটার হিসেবে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্যামরন গ্রীন। এর আগে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবথেকে দামি ছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। তাঁকে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্সই।

কেকেআর কোচ অভিষেক নায়ার জিওহটস্টারে জানান, "টাকা এনেছি খরচ করার জন্যই। এখানে রেখে দিয়ে তো যাব না। আরও মূল্য দিতে হলে দিতাম। আমাদের প্রথম থেকেই নজর ছিল তাঁর উপর। দলের যাতে ভালো হয়, দলকে যে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন প্লেয়ার চাইছিলাম। রাসেলের বিকল্প হিসেবে আমাদের গ্রীনকে নিতেই হত। আশা করি তিনি সফল হবেন।"

উল্লেখ্য, আইপিএল-এ ক্যামেরন গ্রীন ২৯টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭০৭। স্ট্রাইক রেট ১৫৩.৭০।

আইপিএল-র ইতিহাসে বিদেশিদের মধ্যে মিচেল স্টার্ক ছাড়াও মূল্যবান প্লেয়ার ছিলেন স্যাম কুরান। ২০২৩ সালে তাঁর মূল্য ছিল ১৮.৫ কোটি টাকা। এছাড়া ২০২১ সালে ক্রিস মরিসের দাম উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। ২০২০ সালে প্যাট কামিন্স বিক্রি হয়েছিলেন ১৫.৫ কোটি টাকায়। আইপিএল-র ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি প্লেয়ারের তকমা রয়েছে ঋষভ পন্থের কাছে। তিনি ২০২৫ সালে ২৭ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন।

ক্যামেরন গ্রীন
লাগাতার রান করতে ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব! তীব্র সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের
ক্যামেরন গ্রীন
IND vs SA T20: ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, আর্শদীপের প্রশংসায় মর্কেল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in