লাগাতার রান করতে ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব! তীব্র সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের

People's Reporter: ২০ ইনিংস হয়ে গেছের সূর্যকুমারের ব্যাট থেকে ৫০ রান আসেনি টি-২০ ফরম্যাটে। গত বছরের নভেম্বর থেকে সূর্যকুমার ১৩.৩৫ গড়ে ২২৭ রান করেছেন।
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

লাগাতার দেশের জার্সিতে রান করতে ব্যর্থ হচ্ছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে ম্যাচ জিতছেন ঠিকই কিন্তু ব্যাটে রান পাচ্ছেন না। যা নিয়ে তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

২০ ইনিংস হয়ে গেছের সূর্যকুমারের ব্যাট থেকে ৫০ রান আসেনি টি-২০ ফরম্যাটে। গত বছরের নভেম্বর থেকে সূর্যকুমার ১৩.৩৫ গড়ে ২২৭ রান করেছেন। যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "আপনি দলের অধিনায়ক, কিন্তু একজন অধিনায়কের কাজ শুধু টস করা এবং বোলারদের পরিচালনা করা নয়। এটা শুধু কৌশল তৈরি করার বিষয় নয়। আপনি যদি প্রথম চারজনের মধ্যে ব্যাট করেন, তবে আপনার প্রধান কাজ হলো রান করা।"

তিনি আরও বলেন, "অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। যদি ১৭ ইনিংসে আপনার গড় ১৪ হয় এবং স্ট্রাইক রেটও খুব ভালো না থাকে, আপনার একটিও অর্ধশতক না থাকে এবং মাত্র দুবার ২৫ রান পার করেন তা সমস্যা।

চোপড়া বলেন, "আমি বলছি না যে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ আছে বা তিনি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হবেন না। আমি মোটেও এমন কিছু বলছি না, তাই আমাকে ভুলভাবে কেউ যেন না ব্যাখ্যা করেন। কিন্তু তাঁকে রান করতে হবে"।

তিনি আরও বলেন, "আপনি যদি ৩ বা ৪ নম্বরে খেলেন এবং রান না করেন, এবং এই রান যদি ধারাবাহিকভাবে এবং দীর্ঘ সময় ধরে না আসে, তবে আপনি যখন বিশ্বকাপ শুরু করবেন তখন ততটা আত্মবিশ্বাসী থাকবেন না। তাই, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমান গিলের রান করাটা অত্যন্ত জরুরি।"

সূর্যকুমার যাদব
Messi: আর্জেন্টাইন সুপারস্টার মেসির সাথে ফ্রেমবন্দী করতে পারেন নিজেকে! কত খরচ হবে জানেন?
সূর্যকুমার যাদব
সূর্যবংশীর বিশ্বরেকর্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে ৪০০ পার ভারতের! ভাঙলো বাংলাদেশের রেকর্ড

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in