

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি-র সাথে ছবি তুলতে গেলে খরচ হবে ১০ লক্ষ টাকা! একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। ছবি তোলার জন্য মোট ১০০টি স্লট রাখা হয়েছে। অর্থাৎ ১০০ জন মেসির সাথে ছবি তোলার সুযোগ পাবেন।
১৩ ডিসেম্বর মধ্যরাতে কলকাতায় আসছেন লিও মেসি। কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার দুপুরে যাবেন হায়দরাবাদে। সেখানেও বহু অনুষ্ঠানে যোগ দেবেন। উপ্পল স্টেডিয়ামে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তির সাথে দেখা করবেন এবং শুভেচ্ছা বিনিময় হবে। এখানেই তাঁর সাথে ছবি তুলতে পারবেন মেসি ভক্তরা। তার জন্য খরচ করতে হবে প্রায় ১০ লক্ষ টাকা।
উল্লেখ্য, মেসিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠছে কলকাতা। শুক্রবার মধ্যরাত ১.৩০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন মেসি। তারপর সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত বিশেষ অতিথিদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এরপর চলে যাবেন সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে। সেখান থেকেই লেকটাউনে তৈরি হওয়া ৭০ ফুটের নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। বেলা ১১.৩০টায় যুবভারতীতে আসবেন শাহরুখ খান। ১২টায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সৌরভ গাঙ্গুলি। ১২টা থেকে ১২.৩০টা পর্যন্ত একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে মোহনবাগান অলস্টার বনাম ডায়মন্ড হারবার অল স্টার। ২টোর সময় হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
হায়দরাবাদে সন্ধ্যা ৭টায় রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ হবে। যেখানে অংশ নেবেন মেসি এং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। ১৪ ডিসেম্বর মুম্বইতে বিকেল ৩.৩০টের সময় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশগ্রহণ করবেন। বিকেল ৪টে থেকে সেলিব্রিটি ফুটবল ম্যাচ হবে। বিকেল ৫টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে সম্মান জানিয়ে অনুষ্ঠান হবে। থাকবেন শচীন তেন্ডুলকর, সুনীল ছেত্রীরা।
১৫ ডিসেম্বর যাবেন নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন তিনি। পরে অরুণ জেটলি স্টেডিয়ামে মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের সম্মান প্রদর্শন অনুষ্ঠানে অংশ নেবেন। দিল্লিতে বাইচুং ভুটিয়াও উপস্থিত থাকবেন। ওইদিনই ফিরে যাবেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন