

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যান সিটির কাছে ২-১ গোলে হারতে হল রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠে ইউরোপিয়ান জায়ান্টদের কাছে হেরে বেশ চাপে স্প্যানিশ ক্লাবটি।
এগিয়ে গিয়েও ম্যান সিটির কাছে হার হজম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। যা হতাশ করেছে মাদ্রিদ সমর্থকদের। ম্যাচের ২৮ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন রড্রিগো। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ৩৫ মিনিটের মাথায় নিকো ও'রেইলির গোলে ম্যাচে সমতা ফেরায় সিটি। ৪৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় সিটি। গোল করতে কোনও ভুল করেননি হালান্ড। ২-১ গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাব। প্রথমার্ধ শেষ হয়ে ২-১ ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন মাদ্রিদের স্ট্রাইকাররা। কিন্তু গোলের দেখা মেলেনি। গোটা ম্যাচে ১৭টি শট নেন রিয়ালের ফুটবলাররা। অন টার্গেট থাকে মাত্র ২টি। অন্যদিকে সিটির ফুটবলাররা ১১টি শটের মধ্যে ৭টি অন টার্গেট রাখেন।
ঘরোয়া লিগে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারের পর সিটির বিরুদ্ধে ২-১ গোলে হেরে চাপে রয়েছেন রিয়াল কোচ জাভি আলোন্সও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সিটি ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এখনও পর্যন্ত অপরাজিত আছে আর্সেনাল। তারা ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন