

ভারতের একদিনের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিজয় হাজারে ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কোনও চাপ দেওয়া হয়নি। এমনটাই দাবি করেছেন বিসিসিআই-র এক কর্মকর্তা। পাশাপাশি বিরাট ও রোহিতকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে সরব হয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারার পর ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এই সিরিজ চলাকালীনই জানা যায় রোহিত এবং কোহলিকে বিসিসিআই-র তরফ থেকে বিজয় হাজারে ট্রফি খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। দুই তারকাই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছিলেন। আচমকাই বিসিসিআই সেই দাবি খারিজ করেছে।
রেভস্পোর্টজকে (Revsportz) দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-র এক আধিকারিক জানান, দু'জনের কাউকেই বিজয় হাজারে ট্রফি খেলতে চাপ দেওয়া হয়নি। সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।
তবে ঘরোয়া টুর্নামেন্ট খেলার কথা ভারতের কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের মুখে একাধিক বার শোনা গেছে। তাঁদের প্রত্যক্ষ বা পরোক্ষ চাপের কারণে বর্ডার-গাভাসকর ট্রফি সফর থেকে ফিরে আসার পর কোহলি এবং রোহিত রঞ্জি ট্রফি খেলেছেন।
ভারত ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারানোর পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, "তাঁরা (রোহিত এবং কোহলি) বিশ্বমানের খেলোয়াড় এবং ড্রেসিংরুমে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তাঁরা দীর্ঘদিন ধরে এটি করে আসছেন। আশা করি, তাঁরা একই কাজ চালিয়ে যেতে পারবেন, যা ৫০ ওভারের ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ হতে চলেছে।"
অন্যদিকে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার রোহিত এবং বিরাট কোহলিকে ২০২৭ বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে এই দুই তারকার তরুণদের মতো বিজয় হাজারে ট্রফি খেলার কোনও প্রয়োজন নেই। দুই তারকার ম্যাচ ফিট হওয়ার জন্য ২-৩টি সেশন প্র্যাকটিস যথেষ্ট। তিনি বলেন, "তারা দুটি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই এটা স্পষ্ট যে তাঁদের আবার মাঠে ফিরতে মাত্র কয়েকটি সেশন লাগবে, কারণ তাঁরা এটি প্রায়শই করেছেন। তাঁদের অভিজ্ঞতা প্রচুর। ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন একসাথে। নতুন করে তাঁদের প্রমাণ করার কিছু নেই। আপনাকে তাঁদের সাথে ভিন্নভাবে আচরণ করতে হবে এবং তাঁদেরকে জায়গা দিতে হবে"।
বিরাট এবং রোহিত শর্মা যে ভারতের ওয়ান ডে দলের প্রধান দুই স্তম্ভ তা এই সিরিজে প্রমাণ করেছেন। রোহিত প্রথম ম্যাচে ৫৭ এবং তৃতীয় ম্যাচে ৭৫ রান করেছেন। অন্যদিকে বিরাট কোহলি ১৩৫, ১০২ এবং ৬৫ রান করেছেন। ফলে দুই তারকাকে বাদ দিয়ে ভারতের ওয়ান ডে দল অসম্পূর্ণ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন