'সর্বকালের সেরা ওডিআই ব্যাটার' - বিরাট-রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে ভবিষ্যদ্বাণী তারকা পেসারের

People's Reporter: টিম সাউদি বলেন, কোহলি নিঃসন্দেহে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান এবং যদি সে এখনও পারফর্ম করে, তাহলে ২০২৭ বিশ্বকাপে কেন খেলবেন না?
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
রোহিত শর্মা এবং বিরাট কোহলিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের সাম্প্রতিক ফর্ম দেখে এমনটাই জানালেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ২০২৭ একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলা নিয়ে ভবিষ্যদ্বাণীও করলেন তিনি।

একজনের বয়স ৩৭ (বিরাট কোহলি) এবং অন্যজনের ৩৮ (রোহিত শর্মা)। ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সময় একজন ৩৯ এবং আরেকজনের বয়স হবে ৪০ বছর। ফলে ভারতের দুই তারকার ক্রিকেট বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। এর আগে নির্বাচকরাও জানিয়েছিলেন বিরাট এবং রোহিতের ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে টিম সাউদির মতে বয়স যাই হোক না কেন ছন্দে থাকাটাই শেষ কথা।

টিম সাউদি বলেন, “কোহলি নিঃসন্দেহে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। যদি তিনি এখনও এমন পারফর্ম করেন, তাহলে ২০২৭ বিশ্বকাপে কেন খেলবেন না? রোহিত শর্মাও কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ১০০ রান করেছিলেন। তাই তাঁরা এখনও পারফর্ম করছেন। যতক্ষণ তাঁরা পারফর্ম করছেন এবং দলে অবদান রাখছেন, ততক্ষণ আমার বিশ্বাস বয়স কেবল একটি সংখ্যা”।

উল্লেখ্য, চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুটি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে তিনি ১২০ বলে ১৩৫ রান করেছিলেন। ৭টি ছয় এবং ১১টি চার মেরেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১১২.৫০। দ্বিতীয় ম্যাচে ৯৩ বলে ১০২ রান করেন বিরাট। ৭টি চার এবং ২টি ছয় মারেন। স্ট্রাইক রেট ছিল ১০৯.৬৮। তবে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেও ভারতকে ৪ উইকেটে ম্যাচ হারতে হয়েছে। সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৬ ডিসেম্বর সিরিজ নির্ণায়ক ম্যাচ।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি
IPL 2026: আইপিএল-র মিনি নিলাম থেকে নাম প্রত্যাহারের পর মুখ খুললেন ম্যাক্সওয়েল! কী বললেন অজি তারকা?
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
IND vs SA ODI: একদিনের ক্রিকেটে সর্বাধিক ছয়! আফ্রিদির ১৫ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে 'হিটম্যান' রোহিত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in